আজকাল ওয়েবেডেস্ক: বিহারেই যত অদ্ভুত কাণ্ডের সমাহার। জমির দাম বৃদ্ধি করতে নদীর উপর অবৈধভাবে আস্ত একটি ব্রিজ বানিয়ে ফেললেন প্রোমোটার। ঘটনাটি বিহারের পূর্ণিয়ার। কর্তৃপক্ষের নজরে আসতেই ব্রিজ ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, কারি কোশি নদী সংলগ্ন এলাকায় জমির দাম বৃদ্ধি করতে এই কীর্তি করেছেন ওই অভিযুক্ত প্রোমোটার। পূর্ণিয়া পুরসভার অজ্ঞাতসারে সেটি তৈরি করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ করা হয়েছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে পুরসভার কমিশনার কুমার মঙ্গল বলেন, ''পূর্ণিয়া শহরের রহমত নগর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে কারি কোশি নদীর উপর ৬০ ফুট বাই ১০ ফুট লম্বা একটি সেতু কোনও অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছিল। এলাকাটি পূর্ণিয়া পৌর কর্পোরেশনের (পিএমসি) আওতাধীন। আমরা জলসম্পদ বিভাগের কাছ থেকেও এর ব্যাখ্যা চেয়েছি।'' তিনি আরও জানান, বিষয়টি নজরে আসতেই বৃহস্পতিবার পুরসভার আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। শীঘ্রই ব্রিজটি ভেঙে ফেলা হবে।
है ना ग़ज़ब का बिहार ..!
— Mukesh singh (@Mukesh_Journo)
पूर्णिया- ज़मीन के ब्रोकर सब मिलकर ख़ुद के पैसे से पूल बना दिया ताकि वहां के लोगों को लगे सरकार कोई बड़ा प्रोजेक्ट लेकर आ रही है है और वहां के ज़मीन की क़ीमत अधिक हो जाये ..!#Bihar #Purniya pic.twitter.com/Xdkl2q1lnZTweet by @Mukesh_Journo
তিনি আরও জানান, পুরসভার আধিকারিকরা সেখান পৌঁছতেই কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তি স্থানীয়দের উস্কানি দিয়েছিলেন। আধিকারিকদের কোনও রকম পদক্ষেপ নিতে বাধা দেন। আইন অনুযায়ী সকল ব্যবস্থা নেওয়া হবে। তবে, সেতুটি নির্মাণের পিছনে জমি মাফিয়া এবং দালালদের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি ওই কর্মকর্তা। কারা এই সেতুটি নির্মাণ করেছেন সেই পরিচয় প্রকাশ করছেন না স্থানীয়রা।
এই ঘটনার আগে, মুজাফফরপুর জেলার বুড়ি গণ্ডক নদীর উপর বেআইনিভাবে একটি সেতু তৈরি করা হয়েছিল।
