আজকাল ওয়েবডেস্ক: এসআইআর, বিএলওদের আত্মহত্যা, দিল্লি বিস্ফোরণের মতো নানা ইস্যুতে উত্তাল হয়ে উঠতে পারে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগেই আক্রমান্তক মেজাজে প্রধানমন্ত্রী মোদি। অধিবেশন শুরুর দিনই বিরোধী নেতাদের কাছে প্রধানমন্ত্রী আর্জি, সংসদের শীতকালীন অধিবেশনকে নাটক করে যেন যুদ্ধক্ষেত্রে পরিণত করা না হয়। কটাক্ষের সুরে মোদি জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরোধীদের জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে পরামর্শ দিতে পারেন।
সংসদ অধিবেশনের আগে সংবাদ মাধ্যমে তাঁর প্রথাগত ভাষণে, প্রধানমন্ত্রী মোদি অতীতে সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের কৌশলের সমালোচনা করে বলেন, "বিরোধী সাংসদদের কৌশল পরিবর্তন করা উচিত। গত ১০ বছর ধরে বিরোধী সাংসদরা যে খেলা খেলছে তা আর জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। তাঁদের কৌশল পরিবর্তন করা উচিত - আমি তাদের কিছু টিপস দিতে প্রস্তুত।"
প্রদানমন্ত্রী জোর দিয়ে জানান যে, প্রথমবারের মতো সংসদ সদস্যরা তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যাগুলি নিয়ে কথা বলার সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়ছেন। তাঁর কথায়, "প্রথমবারের মতো সংসদ সদস্যদের, দল নির্বিশেষে, সুযোগ দেওয়া উচিত এবং আমাদের এটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। নাটক করার অনেক জায়গা আছে। তার জন্য সংসদকে বেছে নেবেন না। এটা নাটকের জায়গা নয়।"
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, রাজনীতিতে নেতিবাচকতা কখনও কখনও সাহায্য করে, তবুও তিনি বিরোধী দলের সদস্যদের দেশ গঠনের দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "নাটক এবং স্লোগান দেওয়ার অনেক জায়গা আছে। যেখানে আপনারা পরাজিত হয়েছেন, সেখানে আপনারা তা করেছেন এবং যেখানে আপনারা পরাজিত হতে চলেছেন, সেখানে আবারও করবেন। রাজনীতিতে নেতিবাচকতা হয়তো কখনও কখনও সাহায্য করতে পারে, তবে আমি আশা করি- বিরোধীরা জাতি গঠনের দিকে মনোনিবেশ করবেন।"
প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমি আশা করেছিলেন যে সময়ের সঙ্গে সঙ্গে বিরোধী নেতারা বিহারে মহাজোটের পরাজয়ের মেনে নেবেন, কিন্তু তাদের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে এই পরাজয় তাদের অস্থির করে তুলেছে। শীতকালীন অধিবেশন, পরাজয়ের দরুন হতাশার যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া উচিত নয়, এমনকূ জয়ের প্রতি অহংকারও প্রকাশও হওয়া উচিত নয়। আমাদের ভারসাম্য বজায় রাখা উচিত। আসল বিষয়গুলি সংসদে আলোচনা করা উচিত। বিরোধীদের পরাজয়ের ঊর্ধ্বে উঠে এই জাতীয় বিষয়গুলি উত্থাপন করা উচিত, তবে মনে হচ্ছে কিছু বিরোধী দল তাদের ক্ষতি হজম করতেও পারছে না।"
পরে প্রধানমন্ত্রীর বক্তব্যকে নিশানা করেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেন, "এসআইআর এবং বায়ু দূষণ বিশাল সমস্যা। আসুন আমরা এগুলো নিয়ে আলোচনা করি। সংসদ কীসের জন্য? এটা নাটক নয়। বিষয়গুলি নিয়ে কথা বলা এবং উত্থাপন করা নাটক নয়। নাটক জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে গণতান্ত্রিক আলোচনার অনুমতি দিচ্ছে না।"
