আজকাল ওয়েবডেস্ক:‌ আরবিআই অফিসে বোমাতঙ্ক। মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসে একটি ইমেল আসে। যে মেলটি রুশ ভাষায় লেখা। মেলের ভাষা ছিল এরকম:‌ আরবিআইয়ের মুম্বই ক্যাম্পাসে বিস্ফোরক রাখা রয়েছে। মেল আসার পরেই শুক্রবার সকালে হুলস্থুল পড়েছে সংস্থার মুম্বই অফিসে। দ্রুত খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে এসেছে পুলিশ ও বম্ব স্কোয়াড। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার আরবিআই পেল হুমকি মেল। এর আগে গত ১৬ নভেম্বর আরবিআইয়ের কাস্টমার কেয়ার নম্বরে হুমকি ফোন এসেছিল। ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়েছিল, লস্কর–ই–তৈবার কমান্ডার বলছি। এরপরই ওই অজ্ঞাতপরিচয় যুবক গান গাইতে গাইতে হুমকি দিয়েছিল। মাস ঘুরতে না ঘুরতেই এল হুমকি মেল।


এটা ঘটনা, শুক্রবার সকালে বোমাতঙ্ক ছড়ায় দিল্লির একাধিক স্কুলে। হুমকি ইমেল পায় পূর্ব কৈলাস, শ্রীনিবাস পুরী, ময়ূর বিহার এলাকায় থাকা একাধিক স্কুল। প্রসঙ্গত, চলতি সপ্তাহের গোড়াতেই দিল্লির ৪০টি স্কুলে বোমা রাখা রয়েছে বলে ইমেল গিয়েছিল। পরে তল্লাশি চালিয়েও ওই স্কুলগুলি থেকে বোমা বা অন্য কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি।