আজকাল ওয়েবডেস্ক: রতন টাটা মানেই খবর। তিনি মারা যাওয়ার পরও তাঁকে নিয়ে প্রচুর খবর প্রতিদিন সংবাদের শিরোনামে চলছে। এবার উঠে এল এমনই একটি খবর।
অন্ধ্রপ্রদেশের ক্যাবিনেট একটি বিরাট সিদ্ধান্ত নিয়েছে। তারা টিসিএস-কে ২১.১৬ একর জমি লিজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে টাটার আইটি ফার্ম তৈরি করা হবে বলেই খবর মিলেছে। তবে এবারই চমক করে দেওয়ার পালা। এই জমি তারা টাটা গোষ্ঠীকে দেবে মাত্র ৯৯ পয়সার বিনিময়ে।
কেন এই সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন উঠতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি টাটা গোষ্ঠীকে এমনই একটি জমি দিয়েছিলেন। সেখানে টাটারা একটি ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করেছিল। সেটি তৈরি হয়েছে আহমেদাবাদে।
এই উদ্যোগের ফলে বিশাখাপত্তনমে দেশের বৃহত্তর আইটি হাব তৈরি হবে। সেখানে টিসিএস ১৩৭০ কোটি টাকা বিনিয়োগ করবে। ফলে সেখানে প্রায় ১২০০ মানুষ কাজ পাবে। সেখানকার স্থানীয় অর্থনীতিও উন্নতি করবে।
গত বছরেই অন্ধ্রপ্রদেশের মন্ত্রী গিয়ে টিসিএসের সঙ্গে দেখা করে এবিষয়ে কথা বলে। সেইসময় তারা ঘোষণা করে দেয় টাটা গোষ্ঠীকে তারা ২১.১৬ একর জমি দেবে। এজন্য তারা সবধরণের ব্যবস্থা করতে তৈরি। পাশাপাশি এখানে যাতে একটি স্টিল প্ল্যান্ট তৈরি হয় সেজন্যেও টাটাদের কাছে অনুরোধ করেছিলেন তারা।
এখনও পর্যন্ত যা খবর মিলেছে তাতে এই রাজ্যে টাটারা আগামীদিনে বিরাট টাকা বিনিয়োগ করতে পারেন। সেখানে আইটি ফার্ম থেকে শুরু করে টাটার অন্য প্ল্যান্ট তৈরি হতে পারে। যদি এই পথে যায় তাহলে অন্ধ্রপ্রদেশ আগামী ২ বছরের মধ্যে আর্থিকভাবে অনেকটাই উন্নতি করবে। পাশাপাশি সেখানে প্রচুর কর্মসংস্থান হবে। যদি এখানে কয়েকটি শিল্প গড়ে ওঠে তাহলে সেখান থেকে আরও প্রচুর মানুষ কাজ পাবেন বলেই মনে করছে টাটা গোষ্ঠীও।
২১ একরের বেশি জমি মাত্র ৯৯ পয়সা দিয়ে পেল টাটারা। এবার সেখান থেকে তারা বিনিয়োগের মাধ্যমে নতুন করে কর্মসংস্থান তৈরি করবে। সেটাই তাদের প্রধান টার্গেট।
