আজকাল ওয়েবডেস্ক:‌ টাটা গ্রুপের অন্যতম সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস। রতন টাটা একসময় সর্বেসর্বা ছিলেন টাটা গ্রুপের এই সফটওয়ার কোম্পানির। এখন রতন টাটা প্রয়াত। টিসিএসের বর্তমান সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর এখন কৃথিভাসান। 


৫০ এর বেশি দেশে এই সংস্থার শাখা রয়েছে। কর্মীসংখ্যা প্রায় ৬ লক্ষ। ‌প্রায় ৩০ বছর ধরে তিনি টিসিএসে কাজ করছেন। সিইও হিসেবে দায়িত্ব নেন ২০২৩ সালের ১ জুন। রাজেশ গোপীনাথনের স্থলাভিষিক্ত হন তিনি। সিইও হওয়ার আগে টিসিএসের ব্যাঙ্কিং, আর্থিক, বিমা বিভাগের প্রধান ছিলেন। 
সিইও হওয়ার পর কৃথিভাসানের বার্ষিক বেতন ২৫ কোটি টাকারও বেশি। ২০২৩–২৪ আর্থিক বছরে এই টাকাটাই তিনি পেয়েছেন। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছেই। রাজেশ গোপীনাথনের বেতন ছিল ২৯ কোটি টাকারও বেশি। 


গ্রাহকদের সামলানোর অদ্ভুত দক্ষতা রয়েছে কৃথিভাসানের। এই কাজটাই তিনি টিসিএসে বছরের পর বছর ধরে করে এসেছেন। কাজের বাইরেও আলাদা জীবন রয়েছে কৃথিভাসানের। বই পড়া তাঁর অভ্যাস। এছাড়া ফিটনেসের ক্ষেত্রে তিনি ভীষণভাবে সচেতন।


বরাবরই ভাল ছাত্র ছিলেন তিনি। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন তিনি। আইআইটি কানপুর থেকে ইন্ড্রাস্ট্রিয়াল ও ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি পান তিনি। এছাড়া কর্মক্ষেত্রে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।