আজকাল ওয়েবডেস্ক : রতন টাটার উইল নিয়ে ফের শুরু হয়েছে নতুন বিতর্ক। মানুষ হিসাবে যেখানে যথেষ্ট ভালো ছিলেন রতন টাটা সেখানে তিনি কেন নিজের উইলে নোয়েল টাটার নাম লিখে যাননি। রতন টাটার উইল সামনে আসার পর ফের এই বিষয়ে শুরু হয়েছে তরজা।
রতন টাটার সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা ৷ ভাইবোন, গৃহ সহযোগী থেকে শুরু করে সহকারী শান্তনু নাইডু এবং জার্মান শেফার্ড টিটোও সেই সম্পত্তির অংশীদার ৷ উইল করে এমন ব্যবস্থাই করে গিয়েছেন রতন টাটা ৷ কিন্তু সেই সম্পত্তির ভাগ পাচ্ছেন না ভাই নোয়েল টাটা ৷ কেন বঞ্চিত টাটা ট্রাস্টের নয়া চেয়ারম্যান ৷
টাটা ট্রাস্টের চেয়ারম্যান ভাই নোয়েল । ৬৭ বছর বয়সি নোয়েল গত চার দশকের বেশি সময় ধরে টাটাদের নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত । এবার দাদার দায়িত্ব নিতে হবে তাঁকে ।
নোয়েল এতদিন টাটার বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত ছিলেন ৷ তিনি এখন ট্রেন্টের চেয়ারম্যান ৷ টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, ভোল্টাস এবং টাটা ইনভেসমেন্ট কর্পোরেশনেরও চেয়ারম্যান । পাশাপাশি টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান।
কিন্তু এখানে রয়েছে টুইস্ট। জানা গিয়েছে নোয়েল টাটার সঙ্গে নাকি রতন টাটার সম্পর্ক বিশেষ ভালো ছিল না। দুজনের মধ্যে অনেক জটিলতা ছিল। ভাই নোয়েলের অভিজ্ঞতা নিয়ে রতন টাটা সন্দিহান ছিলেন ৷ টাটা গ্রুপের কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য তাঁকে সমর্থনও করেননি ।
প্রসঙ্গত, রতন টাটার উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে আলিবাগের সমুদ্র সৈকতে ২ হাজার বর্গফুটের একটি বাংলো, মুম্বাইয়ের জুহু তারা রোডে একটি দ্বিতল বাড়ি, ৩৫০ কোটি টাকার বেশি স্থায়ী আমানত। কিন্তু একেই হয়তো বলে ভাগ্যের খেলা। যার নাম তিনি নিজের উইলে রাখেন নি তার হাতেই আজ গোটা টাটা গোষ্ঠীর দায়িত্ব। এটা আগে থেকে অনুমান করেই কী রতন টাটা নোয়েল টাটার নাম নিজের উইলে লিখে যাননি।
