আজকাল ওয়েবডেস্ক: রতন টাটার মৃত্যুর পর থেকেই আলোচনায় তাঁর সম্পত্তি, পরিবার-পরিজনেরা। কত সম্পত্তি কাকে দিয়ে গেলেন? তাঁর কতই বা সম্পত্তি ছিল, সেসব নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। এবার নজরে আরও এক টাটা।
তিনি রতন টাটার ভাই। শেয়ার রয়েছে টাটা সন্স-এও। কিন্তু রতন টাটার উত্তরসূরি নন। থাকেন মুম্বইয়ের কোলাবার দু’ কামরার এক ফ্ল্যাটে। ব্যবহার করেন না ফোন।
রতন টাটার মৃত্যুর পর, নোয়েল নেভাল টাটা টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদে বসেন। এই নিয়োগের আগে তিনি দোরাবজি টাটা ট্রাস্ট এবং রতন টাটা ট্রাস্টের বোর্ডের একজন ট্রাস্টি ছিলেন।
নোয়েল টাটা বড় দায়িত্ব পালন করলেও, এইসব থেকে, আলো থেকে অনেক দূরে রতন টাটার আরও এক ভাই, জিমি টাটা। জিমি টাটা মোটরস, টাটা স্টিল এবং টাটা পাওয়ারের মতো গুরুত্বপূর্ণ টাটা গ্রুপ কোম্পানির শেয়ারহোল্ডার। তার পরেও কর্পোরেট লাইমলাইট থেকে বহুদূরে সরিয়ে রাখেন নিজেকে। অতি সাধারণ জীবন যাপন করেন।
তথ্য, রতন টাটার মতো, জিমিও অবিবাহিত এবং তার কোনও সন্তান নেই। ভাইয়ের মতোই, তিনিও এমন জীবন পছন্দ করেন যা খুব বেশি জনসমক্ষে প্রকাশ্যে আসে না। বিভিন্ন সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, জিমি টাটা খুব ভালো স্কোয়াশ খেলোয়াড়।
