আজকাল ওয়েবডেস্ক: রাজীব কুমারের পর নতুন মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচনের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। নতুন নির্বাচন কমিশনার এই বছরের শেষের দিকে বিহারে এবং আগামী বছর পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে, পাশাপাশি অসম ও কেরলে নির্বাচন পরিচালনা করবেন। সূত্রের খবর, নির্বাচন কমিটি সোমবার বৈঠক করবে। এই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এই প্রক্রিয়া শুরু হবে সুপ্রিম কোর্টে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নির্বাচন সম্পর্কিত নতুন আইনের বিরুদ্ধে পিটিশনের শুনানির একদিন আগে। সমালোচকরা বলছেন, এই নতুন আইন কেন্দ্রীয় সরকারকে পক্ষপাতিত্বের সুবিধা দেবে। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার মঙ্গলবার পদত্যাগ করবেন। ২০২২ সালের মে মাসে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। তাঁর মেয়াদকালে, বিশেষত কংগ্রেস এবং দিল্লি নির্বাচনের সময় আম আদমি পার্টি থেকে একাধিক অভিযোগ ওঠে।
বিরোধীরা নিয়মিত অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন বিজেপি'র নির্দেশে কাজ করে। ইভিএম ব্যবহারের ক্ষেত্রেও তাঁরা প্রশ্ন তুলেছেন, এবং দাবি করেছেন যে ইভিএম হ্যাক করা যায়। এছাড়াও, নির্বাচনের দিনে তথ্য প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন সমালোচনার মুখোমুখি হয়েছিল। যদিও বুধবার রাজীব কুমার দাবি করেন যে ভোটের তথ্যের ব্যবস্থা অত্যন্ত সুরক্ষিত। তিনি জোরের সাথে দাবি করেন যে কোনো কিছু কারচুপি হওয়ার সম্ভাবনা নেই। ইভিএম সম্পর্কে তিনি কারচুপির আলোচনা উড়িয়ে দিয়ে বলেন যে, এই মেশিনগুলি সুপ্রিম কোর্ট সহ যাবতীয় বিচার বিভাগীয় পরীক্ষায় সফল হয়েছে।
