আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাতেই থুথুকুডি এবং কন্যাকুমারী-সহ তামিলনাড়ুর বেশ কয়েকটি বিচ্ছিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি-র পূর্বাভাস যে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া রাজ্যের ১০ জেলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে ৩ মার্চ পর্যন্ত।

শনিবার, কন্যাকুমারী, তিরুনেলভেলি, টেনকাসি, থুথুকুডি, বিরুধুনগর এবং রামানাথপুরম-সহ তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের কয়েকটি এলাকায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। এর আগে, কন্যাকুমারী, তিরুনেলভেলি, টেনকাসি, থুথুকুডি, বিরুধুনগর, রামানাথপুরম, পুদুক্কোট্টাই, শিবগঙ্গা, থাঞ্জাভুর এবং মাদুরাই-সহ ১০জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আবহাওয়া গতি বদলের ফলে তামিলনাড়ুর বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে।

রাজ্যের ব-দ্বীপ জেলাগুলিতে ফসল কাটার মরশুম পুরোদমে শুরু হওয়ায় কৃষকদের জন্য এই পূর্বাভাস বিশেষভাবে উদ্বেগজনক। তিরুভারুর জেলার কুথানাল্লুর তালুকের অন্তর্গত ওকাই পেরাইয়ুরে একটি অস্থায়ী শেডের মধ্যে পরিচালিত ধান সংগ্রহ কেন্দ্রে জল জমে যাওয়ায় কৃষকরা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই ধানের বান্ডিলগুলি নিরাপদে সংরক্ষণের জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনাম, মায়িলাদুথুরাই, কুড্ডালোর এবং পুদুক্কোট্টাইয়ের জেলা কালেক্টরদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন এবং আধিকারিকদের ধানকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

?ref_src=twsrc%5Etfw">March 2, 2025