আজকাল ওয়েবডেস্ক: উত্তর ভারতে কনকনে শীতের দাপট বাড়ল। শপুক্রবার ভোর থেক বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলছে দিল্লি ও এনসিআর-এ। অন্যদিকে কাশ্মীরে প্রবল তুষারপাত হয়েছে। ফলে শ্রীনগর বিমানবন্দরে উড়ান ওঠানামা ব্যাহত হয়েছে। বাতিল হয়েছে একাধিক উড়ান। যাত্রীদের দেরি ও দীর্ঘ অপেক্ষার সম্ভাবনা নিয়ে আগাম সতর্কবার্তা দিয়েছে বিমান সংস্থাগুলি।
দিল্লির আবহাওয়া:
আবহাওয়া দপ্তরের তরফে ভোর সাড়ে চারটের সময়ে জানানো হয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত রাজধানী ও সংলগ্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি-এনসিআর, পাশাপাশি পঞ্জাব ও হরিয়ানার সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে।
বৃষ্টিতে যেসব এলাকা প্রভাবিত হতে পারে তার মধ্যে রয়েছে নারেলা, বাওয়ানা, আলিপুর, বুরারি, কাঞ্জাওয়ালা, রোহিনী, বাদলি, মডেল টাউন, আজাদপুর, পিতমপুরা, মুন্ডকা, পশ্চিম বিহার, পাঞ্জাবি বাগ, রাজৌরি গার্ডেন, জাফরপুর, নাজাফগড় এবং দ্বারকা। এই অঞ্চলগুলিতে স্বল্প সময়ের জন্য কিন্তু তীব্র বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রপাত এবং দ্রুত গতির বাতাস।
দুপুর বা সন্ধ্যার দিকে আরও একবার খুব হালকা থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই বৃষ্টিপাতের ফলে দিল্লি এবং আশেপাশের এলাকার তাপমাত্রা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
কাশ্মীরের আবহাওয়া:
কাশ্মীর উপত্যকার বিখ্যাত স্কি রিসোর্ট গুলমার্গ এবং আরও কয়েকটি এলাকায় নতুন করে তুষারপাত হয়েছে। শ্রীনগর ও অন্যান্য সমভূমি অঞ্চলে তীব্র বেগে বাতাস বয়ে চলেছে। আবগহাওয়া দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর কাশ্মীরের বারামুলা জেলার গুলমার্গে নতুন করে তুষারপাত শুরু হয়েছে। শক্তিশালী পশ্চিমা ঝঞ্ঝার জেরেই জম্মু ও কাশ্মীরে তুষারপাত হচ্ছে।
এই তুষারপাতের কারণে শ্রীনগর বিমানবন্দর জানিয়েছে যে, উড়ান চলাচল স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে। ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। তুষারপাতের কারণে শ্রীনগর থেকে জম্মুগামী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কও বন্ধ হয়ে গিয়েছে।
হিমাচল প্রদেশের মানালিতেও নতুন করে তুষারপাত হয়েছে, যা পাহাড়ের শহরটিকে সাদা চাদরে ঢেকে দিয়েছে। মানালিতে নতুন তুষারপাত ওই অঞ্চলে আনন্দের ঢেউ এনে দিয়েছে।
