আজকাল ওয়েবডেস্ক : নিজেদের জালে জড়িয়ে পড়লেন নিজেরাই। পুরস্কারের লোভে ফিশপ্লেট খুলে রেখে দুর্ঘটনা থেকে ট্রেন বাঁচানোর নাটক। ইতিমধ্যে গ্রেপ্তার তিন রেলকর্মী। এই ঘটনা সুরাটের। অভিযোগ, রেললাইন থেকে ফিশপ্লেট খুলে নিয়েছিলেন ধৃতেরা। ওই লাইনে ট্রেন আসতেই দূর থেকে চালককে সতর্ক করেন।
চালক নেমে দেখেন রেললাইনের ফিশপ্লেট খোলা। দ্রুত স্টেশনমাস্টার, রেলের শীর্ষকর্তা এবং রেল সুরক্ষা বাহিনীকে খবর দেওয়া হয়। বড় দুর্ঘটনার হাত থেকে ওই রেলকর্মীরা ট্রেনটিকে বাঁচিয়েছেন, এই খবর চাউর হয়ে যায়। যদিও শেষ রক্ষা হয়নি। ষড়যন্ত্রের পর্দাফাঁস হওয়ায় বর্তমান শ্রীঘরে তিন রেলকর্মী।
পুলিশ জানিয়েছে, গত ২১ সেপ্টেম্বর কোশাম্বী এবং কিম স্টেশনের মাঝে রেললাইনের ফিশপ্লেট খোলা ছিল। বড়সড় দুর্ঘটনা হতে পারত। অভিযোগ, ট্র্যাকম্যান সুভাষ এবং তাঁর দুই সঙ্গী ফিশপ্লেট খুলে রেখে দিয়েছিলেন।
জেরায় পুলিশকে তাঁরা আরও জানান, পুরস্কারের লোভে খোলা সেই ফিশপ্লেটের ছবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঠিয়েও ছিলেন। যদিও শেষরক্ষা হয়নি। রাতের ওই ঘটনায় ওই তিন জনের প্রতিই সন্দেহ হয় পুলিশের। জেলায় বিষয়টা স্পষ্ট হয়ে যায়। এরপরেই গ্রেপ্তার করা হয় সুভাষ পোদ্দার, মণীশ মিস্ত্রি এবং শুভম জয়সওয়ালকে।
