আজকাল ওয়েবডেস্ক : লখনও বিমানবন্দর কার্গো এলাকা থেকে উদ্ধার হল তেজষ্ক্রিয় পদার্থ। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সময় নষ্ট না করে সেখানে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে খুব মারাত্মক কিছু ছিল না বলেই জানা গিয়েছে। 

 

শনিবার সকালে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে মালপত্র পরীক্ষা করে দেখছিলেন কর্মীরা। সেই সময় কর্তৃপক্ষের নজরে আসে এক ওষুধের বাক্স। পরীক্ষা করে দেখতে গিয়েই লিক করে সেই তেজস্ক্রিয় পদার্থ। এই ঘটনায় বিমানবন্দরে রীতিমতো হুলস্থুল পড়ে যায়। ডাকা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । যদিও এই ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে কোনও প্রভাব পড়েনি।

 

কর্তৃপক্ষের তরফে যাচ্ছে, ওই ওষুধের বাক্সের মধ্যে ক্যানসারের চিকিৎসার ওষুধ ছিল। তেজস্ক্রিয় পদার্থে ভরা সেই ওষুধের বাক্স তল্লাশির সময় দুর্ঘটনা ঘটে। তাতেই আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে।

 

ঘটনার জেরে ২ জন অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। আইসোলেট করা হয় আরও ৩ জনকে। যদিও অসুস্থতার কথা মানতে চায়নি বিমান বন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, লখনউ থেকে ওই ওষুধ নিয়ে অসমে যাচ্ছিলেন এক মহিলা সেই সময় বিমানবন্দরে ঘটে এই ঘটনা।