আজকাল ওয়েবডেস্ক: সোমবারের পর বৃহস্পতিবার, আরজি কর কাণ্ডে ফের শুনানি দেশের শীর্ষ আদালতে। আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে দেশের শীর্ষ আদালত। সোমবার এই মামলার শুনানি হয়। সেদিনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর কাছে  এই মামলার তদন্তের অগ্রগতির স্টেটাস জানতে চেয়েছিল শীর্ষ আদালত। আরজি কর হাসপতালে ১৪ আগস্ট মধ্যরাতে হামলার ঘটনার তদন্তের অগ্রগতি কতটা, সেই বিষয়ে রাজ্যের কাছেও রিপোর্ট চেয়েছিল সর্বোচ্চ আদালত। 


শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে বৃহস্পতিবার। শুনানিতে সর্বোচ্চ আদালতে চিকিৎসকদের জানায়, সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, চিকিৎসকদের কর্মবিরতির কারণে   বহু রোগী সমস্যার সম্মুখীন হচ্ছেন। গত কয়েকদিনে রাজ্যের নানা জায়গায় এই ছবি ফুটে উঠেছে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, কর্মবিরতির কারণে চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে না। নিশ্চিত করা হবে নিরাপত্তা। কর্মবিরতি প্রত্যাহারের বার্তা দিল সর্বোচ্চ আদালত। 

এদিনের শুনানিতে চিকিৎসকদের পক্ষের আইনজীবী আদালতে জানান, আরজি করে এখনও ভয়ের পরিস্থিতি। আন্দোলনরত চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে হস্টেলে। শুনানিতে সলিসিটর জেনারেল আশ্বাস দেন, যাঁরা হুমকি পাচ্ছেন, তাঁদের নাম দেওয়ার জন্য। কেন্দ্রীয় বাহিনীকে বলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।