আজকাল ওয়েবডেস্ক: ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছিল পাথর। রাস্তা তৈরির কাজের জন্য উত্তরপ্রদেশ থেকে পাথর বোঝাইয়ের পর, গন্তব্য ছিল বিহার। কিন্তু গন্তব্যে পৌঁছে ট্রাকে থাকা কর্মীরা যা দেখলেন, তাতে তাঁদের চক্ষুচড়কগাছ, শুধু চক্ষু চড়কগাছ নয়, একেবারে হাড়হিম করা পরিস্থিতি। কী এমন ঘটল? উত্তরপ্রদেশ থেকে বিহারে পৌঁছে ট্রাকে থাকা ব্যক্তিরা দেখলেন, তাঁদের সঙ্গে প্রায় ৯৮ কিলোমিটার ছিল পাইথন।

উত্তরপ্রদেশের কুশিনগর থেকে রাস্তার সংস্কারের কাজের জন্য পাথর বোঝাই করে নিয়ে যাওয়া হয়েছিল নার্কাটিয়াগঞ্জ। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা জানাচ্ছে, বিহারে পৌঁছে আচমকা কর্মীরা লক্ষ্য করেন, ট্রাকের ইঞ্জিনে জড়িয়ে বিশাল পাইথন। মনে করা হচ্ছে, কুশিনগরে যখন পাথর বোঝাইয়ের কাজ চলছিল, তখনই ট্রাকের ইঞ্জিনে চড়ে বসে পাইথন। 

গন্তব্যে পৌঁছনোর আগের মুহূর্ত পর্যন্ত পাইথনের অস্তিত্ব বোঝা যায়নি। ট্রাকের বনেট খোলার পরেই অদ্ভুত কিছু মনে হওয়ায় সকলে এক্ত্রিত হয়ে দেখতে যেতেই, হাড়হিম। ভিডিওতে দেখা গিয়েছে, ইঞ্জিন একেবারে আঁকড়ে ধরে বসে আছে পাইথন। তৎক্ষণাৎ ট্রাক চালক বনদপ্তরে খবর দেন। বহু চেষ্টার পর সেটিকে উদ্ধার করা গেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে পাইথনটিকে