আজকাল ওয়েবডেস্ক: মুম্বাইয়ের বান্দ্রা এলাকার গ্যালাক্সি থিয়েটারে পুষ্পা ২ সিনেমার স্ক্রিনিং চলাকালীন বিপত্তি। দর্শকদের অভিযোগ, বিরতির পর ১৫-২০ মিনিটের জন্য সিনেমার প্রদর্শনী বন্ধ ছিল। অজ্ঞাত পরিচয় কোনও ব্যক্তি হলের মধ্যেই কিছু একটা স্প্রে করেন। যা থেকে দর্শকদের কাশি, গলা জ্বালা এবং বমির মতো সমস্যার সৃষ্টি হয়। দর্শকদের অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত করছে।
এক পুলিশ আধিকারিক জানান, ‘আমরা খবর পাই বিরতির সময় থিয়েটারের ভেতরে কিছু একটা স্প্রে করা হয়। ঘটনাটি শুক্রবার রাত ১১:৩০ নাগাদ ঘটে। আমরা ১৫ মিনিটের মধ্যেই থিয়েটারে পৌঁছাই। দর্শকদের তল্লাশি করা হলেও কিছু পাওয়া যায়নি। কয়েকজনের কাশি হচ্ছিল, হালকা গন্ধও পাওয়া গিয়েছে। তবে তা কোনও স্প্রে-র কারণে কিনা তা নিশ্চিত ভাবে জানা যায়নি’। পুলিশ সূত্রে খবর, ঘটনা ঘটার ১৫ থেকে ২০ মিনিট পর ফের সিনেমা চালু হয়। পুনরায় শুরু হয়। সারারাত থিয়েটারে কড়া নিরাপত্তা ছিল। কোনও এফআইআর দায়ের করা হয়নি’।
এক দর্শক জানান, ‘বিরতির সময় আমরা বাইরে গিয়েছিলাম। ফিরে এসে মনে হল কেউ যেন কিছু স্প্রে করেছে। অনেকেই হলের মধ্যে কাশছিলেন। সিনেমা বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। পুলিশ এসে সবাইকে পরীক্ষা করেছে’। আর এক দর্শকের বক্তব্য, ‘বিরতির পর হলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমরা কাশতে শুরু করি। বাথরুমে গিয়ে বমি করি। গন্ধটি ১০-১৫ মিনিট ধরে ছিল। দরজা খোলার পর গন্ধ মিলিয়ে যায়। সিনেমা তারপর ফের শুরু করা হয়’।
