আজকাল ওয়েবডেস্ক: মাস জুড়ে উৎসবের মরশুম। দীপাবলি পেরিয়ে আবার বছর শেষে উদযাপনে মাতবেন সাধারণ মানুষ। শুষ্ক আবহাওয়ায় যথেচ্ছভাবে বাজি পোড়ানোয় বাড়বে দূষণের মাত্রাও। যা থেকে ক্রমেই বয়স্কদের স্বাস্থ্যের অবনতি হয়। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই উৎসবের আবহে বাজি পোড়ানো নিয়ে বড়সড় ঘোষণা করা হল পাঞ্জাব। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পাঞ্জাবের আপ সরকার ঘোষণা করেছে, দীপাবলিতে অর্থাৎ ৩১ অক্টোবর যথেচ্ছভাবে বাজি বিক্রি করা এবং পোড়ানো যাবে। ওইদিন নির্দিষ্ট সময়সীমার মধ্যে সবুজ বাজি অর্থাৎ পরিবেশবান্ধব বাজি পোড়ানোয় অনুমতি দেওয়া হয়েছে। শুধুমাত্র দীপাবলিতে নয়, বড়দিন এবং নতুন বছরেও মানতে হবে এই নিয়ম। 

 

পাঞ্জাব সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পোড়ানো যাবে পরিবেশবান্ধব বাজি। গুরপুরবে অর্থাৎ ১৫ নভেম্বরে ভোর ৪টে থেকে ৫টা এবং রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানোর অনুমতি রয়েছে। বড়দিনে এবং ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাত ১১ট ৫৫ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানো যাবে। এই ধরনের বাজি পাঞ্জাবে অনলাইনে কেনাকাটা করা যাবে না। ওই সময়সীমার মধ্যে কিনেই পোড়াতে হবে। 

 

প্রসঙ্গত, সবুজ বাজিতে কোনও ক্ষতিকারক রাসায়নিক থাকে না। এতে বায়ুদূষণ হ্রাস পায়। ফলে পরিবেশের উপর কম প্রভাব ফেলে। যাদের হাঁপানি, শ্বাসকষ্টের মত সমস্যাও কম হয়। এই ধরনের বাজিতে বেরিয়াম নাইট্রেট থাকে না। ফলে অসুস্থ হওয়ার সম্ভাবনা কম।