আজকাল ওয়েবডেস্ক: পুণে শহরের হাই স্পিরিটস নামক একটি পানশালাকে ঘিরে তৈরি হল বিতর্ক। জানা গিয়েছে, নতুন বছর শুরুর আগে ওই পানশালার তরফে এক বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। সেই পার্টিতে আসার জন্য বেশ কিছু মানুষকে আমন্ত্রণপত্র পাঠানো হয়। জানা গিয়েছে, অতিথিদের আমন্ত্রণপত্রের সঙ্গে কন্ডোম এবং ওআরএস পাঠানো হয়েছে ওই পানশালার তরফে। এই পদক্ষেপ ঘিরে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে। তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। পুণের যুব কংগ্রেসের পক্ষ থেকে শহরের পুলিশ কমিশনার অমিতেশ কুমারের কাছে অভিযোগ দায়ের করা হয়। যুব কংগ্রেসের সদস্য অক্ষয় জৈন জানান, ‘আমরা পাব বা রাতভর পার্টির বিরুদ্ধে নই। 

 

কিন্তু যুবসমাজকে আকৃষ্ট করার জন্য এমন কৌশল পুণে শহরের ঐতিহ্যের বিরুদ্ধে। পানশালার ম্যানেজমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। এই ধরনের পদক্ষেপ যুবসমাজের মধ্যে ভুল বার্তা ছড়াতে পারে’। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নামে। ইতিমধ্যেই পানশালার মালিকের বয়ান রেকর্ড করা হয়েছে। পাব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কন্ডোম বিতরণ করা কোনও অপরাধ নয়। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল যুবসমাজের মধ্যে সচেতনতা তৈরি করা, নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া’। তবে বয়ান রেকর্ডের পরেও তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, বর্ষবরণের রাতে যাতে রাস্তায় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে বেশির ভাগ শহরেই নিরাপত্তা আঁটোসাঁটো করেছে পুলিশ। ঝামেলা এড়াতে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী।