আজকাল ওয়েবডেস্ক: সদ্য কেনা মাহিন্দ্রা থার এসইউভি লাগাতার খারাপ হয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যেই যখন তখন গাড়ির ত্রুটিতে একপ্রকার বিরক্ত হয়ে এক গ্রাহক অভিনব প্রতিবাদের পথ বেছে নিলেন।

গাধা দিয়ে গাড়িটি টেনে নিয়ে গেলেন ডিলারের শোরুমে! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় দুটি গাধার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা থার গাড়িটি রাস্তা দিয়ে যাচ্ছে শো রুমের দিকে।

গাড়ির পাশে কয়েকজন ঢোল বাজাচ্ছেন এবং আরও কয়েকজন ব্যক্তি গাধাগুলিকে সাহায্য করতে গাড়িটি ঠেলে এগিয়ে নিচ্ছেন। জানা গিয়েছে, জুনারের বাসিন্দা গণেশ সাংদে কয়েক মাস আগে থারটি কিনেছিলেন।

কিনে আনার পর থেকেই গাড়িটিতে দেখা দিতে থাকে নানা সমস্যা। জল চুইয়ে পড়া, ইঞ্জিনে অস্বাভাবিক শব্দ সহ একের পর এক ত্রুটি দেখা দিচ্ছিল। গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে মাঝেমধ্যেই এই খারাপ হওয়ার জ্বালায় বিরক্ত হয়ে উঠেছিলেন তিনি।

বাধ্য হয়ে তিনি বেছে নেন প্রতিবাদের পথ। ডিলারকে বারবার অভিযোগ জানানোর পরও কোনও সমাধান না হওয়ায় সাংদে এই প্রতিবাদের পথ বেছে নেন।

গাড়ির গায়ে মারাঠি ভাষায় বড় বড় পোস্টার লাগিয়ে তিনি সেই থারটিকে গাধার সাহায্যে টেনে নিয়ে যান পুণের ওয়াকাডে সাহ্যাদ্রি মোটরসের শোরুমে। অন্যদিকে, মহারাষ্ট্রের ভাসাইয়ে আরও এক অভিনব প্রতিবাদের ঘটনা সামনে এসেছে।

ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি হিন্দু শ্মশানে খেলার দোলনা ও ব্যায়াম করার যন্ত্র বসানোর পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। প্রতিবাদে বাসিন্দারা সাদা চাদর গায়ে জড়িয়ে, মুখে ভূতের সাজ নিয়ে হাজির হন ওয়ার্ড কমিটির অফিসে।

তারা বিদ্রূপের সুরে কর্পোরেশনকে ‘ভূতেদের যত্ন নেওয়ার জন্য’ ধন্যবাদ জানান এবং ফুলও তুলে দেন কর্মকর্তাদের হাতে। বেনাপত্তি হিন্দু শ্মশানকে খেলার মাঠে রূপান্তর করার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, শোকস্থলকে কেন বিনোদন বা ব্যায়ামের জায়গা বানানো হচ্ছে? দোলনা, এক্সারসাইজ বারসহ বিভিন্ন সরঞ্জাম বসানোর সিদ্ধান্তে এলাকাবাসীর অসন্তোষ আরও বাড়তে থাকায় প্রতিবাদটি দ্রুতই উঠে আসে সংবাদ শিরোনামে।