আজকাল ওয়েবডেস্ক:  শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সোমবার উৎক্ষেপিত ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV) মিশনে উৎক্ষেপণের পর একটি প্রযুক্তিগত বিভ্রাট ধরা পড়েছে। ইসরো সূত্রে জানানো হয়েছে, রকেটের 'তৃতীয় ধাপে' প্রত্যাশিত গতিপথ থেকে সামান্য বিচ্যুতি লক্ষ্য করা যায়। তবে মিশন পুরোপুরি সফল না ব্যর্থ এই মুহূর্তে সে বিষয়ে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন জানান, সমস্ত টেলিমেট্রি ও ফ্লাইট ডেটা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্লেষণ শেষ হলেই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে আশ্বাস দেন তিনি। আপাতত পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে।

এদিন সকাল ১০টা ১৮ মিনিটে উৎক্ষেপণ হয় পিএসএলভি-র ৬৪তম মিশন PSLV-C62। এই উৎক্ষেপণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২৫ সালে পিএসএলভি-র একটি মিশনে ব্যর্থতার পর এটিই ছিল রকেটটির বড় প্রত্যাবর্তনমূলক অভিযান।

PSLV-C62 মিশনে মোট ১৫টি উপগ্রহ বহন করা হচ্ছিল। এর মধ্যে প্রধান ছিল EOS-N1, পাশাপাশি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) তৈরি নজরদারি উপগ্রহ ‘অন্বেষা’। পরিকল্পনা অনুযায়ী EOS-N1 এবং আরও ১৪টি সহযাত্রী উপগ্রহকে সূর্যসমলয় কক্ষপথে (Sun Synchronous Orbit) স্থাপন করার কথা ছিল। অন্যদিকে স্পেনের Kestrel Initial Demonstrator (KID) উপগ্রহটির নির্দিষ্ট পরিকল্পনা ছিল বায়ুমণ্ডলে নতুন করে  প্রবেশের পথে পাঠানো।

‘অন্বেষা’ উপগ্রহটি অত্যাধুনিক ইমেজিং প্রযুক্তিতে সজ্জিত। এই স্যাটেলাইটের মাধ্যমে সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানের উপর নজরদারি এবং মানচিত্র তৈরির ক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছিল।

এই মিশন ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে ধরা হচ্ছিল। প্রথমবারের মতো, হায়দরাবাদ-ভিত্তিক একটি বেসরকারি সংস্থা 'ধ্রুব স্পেস' একাই পিএসএলভি মিশনে সাতটি উপগ্রহ সরবরাহ করেছে। এতে ভারতের ক্রমবর্ধমান বেসরকারি মহাকাশ উদ্যোগের শক্তিশালী উপস্থিতি আরও স্পষ্ট হয়েছে।

এখন সকলের নজর ইসরোর বিশ্লেষণ রিপোর্টের দিকে। প্রযুক্তিগত সমস্যার প্রকৃতি কী এবং তার প্রভাব মিশনের লক্ষ্যে কতটা পড়েছে তা পরিষ্কার না হওয়া পর্যন্ত PSLV-C62 অভিযান নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।