আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের লোকাল ট্রেনে ভিড় বরাবর জনপ্রিয়। নিত্যদিনের এই পরিচিত যাতায়াত যে মাঝেমধ্যে কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে, মালাড স্টেশনের এই ঘটনা তারই এক জলজ্যান্ত প্রমাণ। ভিলে পার্লের এক কলেজ অধ্যাপককে প্রকাশ্যে নৃশংসভাবে খুন করা হল। অভিযোগে ২৭ বছরের যুবক ওমকার শিন্ডেকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। এই ঘটনায় এখন আতঙ্কে দিন কাটাচ্ছে যাত্রীরা৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত অধ্যাপকের নাম অলোক সিং। স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনাটি ঘটে৷ প্রকাশ্যে এহেন রক্তারক্তি কাণ্ডে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ের নিত্যযাত্রীদের মধ্যে।
পুলিশ জানিয়েছে, গত শনিবার ট্রেনের কামরায় ওঠা-নামা নিয়ে সামান্য বচসা থেকেই ঝামেলার শুরু। অলোকবাবু এবং ওমকার দুজনেই একই ট্রেনের যাত্রী ছিলেন। মালাড স্টেশনে নামার সময় দরজায় দাঁড়ানো নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। মুম্বইয়ের লোকাল ট্রেনে যা অত্যন্ত চেনা ছবি।
কিন্তু সেই সামান্য বিবাদ যে খুনের পর্যায়ে পৌঁছাবে, তা কেউ ভাবেনি। অভিযোগ, ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার পরই ওমকার মেজাজ হারিয়ে ধারালো ছুরি দিয়ে অধ্যাপকের পেটে বারবার কোপ মারেন। অলোকবাবু রক্তাক্ত অবস্থায় নিচে লুটিয়ে পড়লে ভিড়ের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় আততায়ী।
তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ দেখে, সাদা শার্ট ও নীল জিন্স পরা এক যুবক ফুট ওভার ব্রিজ দিয়ে পালাচ্ছে। সেই সূত্র ধরেই ভাসাই এলাকা থেকে ওমকারকে পাকড়াও করে পুলিশ।
সামান্য বচসা থেকে কেন এই চরম নৃশংসতা, তা ভাবাচ্ছে পুলিশকেও। এর পিছনে অন্য কোনও কারণ বা পুরনো শত্রুতা আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মুম্বইয়ের 'লাইফলাইন' বলে পরিচিত রেল পরিষেবা। আর সেখানেই এমন নৃশংস ঘটনা কীকরে ঘটল একজন সাধারণ নিত্যযাত্রীর সঙ্গে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা৷
