আজকাল ওয়েবডেস্ক: এনআইটি কালিকট-এ ডিন (পরিকল্পনা ও উন্নয়ন) হিসাবে অধ্যাপিকা এ শাইজা-র নিয়োগ নিয়ে জোরালো বিতর্ক শুরু হয়েছে। গত বছর মহাত্মা গান্ধী-র মৃত্যুবার্ষিকীতে নাথুরাম গডসে-কে নিয়ে করা তাঁর একটি ফেসবুক মন্তব্য এখন ক্যাম্পাস ও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় তুলেছে।

অধ্যাপিকা শাইজা, যিনি বর্তমানে এনআইটি কালিকট-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপিকা, তাঁর ফেসবুক মন্তব্যে গডসে-কে প্রশংসা করে লিখেছিলেন, "গডসে-র জন্য ভারতকে বাঁচানো হয়েছে।" সেই মন্তব্যের পরে, রাজনৈতিক মহল ও শিক্ষাবিদদের থেকে সমালোচনা ওঠে এবং তিনি সেই মন্তব্যটি মুছে দেন। তবে তাঁর মন্তব্যের স্ক্রিনশটগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল।

এই ঘটনাকে কেন্দ্র করে কোঝিকোড় শহরের পুলিশ শাইজা-র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ১৫৩ অনুযায়ী মামলা দায়ের করেছে। কংগ্রেস ও অন্যান্য বামপন্থী সংগঠনগুলি তাঁর পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে।

কোঝিকোড় জেলার কংগ্রেস সভাপতি এই নিয়োগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, "এটি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে আরএসএস-এর এজেন্ডা বাস্তবায়নের স্পষ্ট উদাহরণ। একজন অধ্যাপিকা, যিনি গান্ধীজীকে অপমান করেছেন, তাঁকে পদোন্নতির সুযোগ দেওয়া হয়েছে। আমরা এই নিয়োগের বিরুদ্ধে আন্দোলন শুরু করব এবং সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত তা চালিয়ে যাব।"