আজকাল ওয়েবডেস্ক: বিহারের বেগুসরাইয়ে এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে ধর্ম বদল ও জোর করে গোমাংস খাওয়ানোর অভিযোগ তুলেছেন। ইন্দোরের বাসিন্দা আরতি কুমারী জানান, পাঁচ বছর আগে ফেসবুকে পরিচয়ের পর তিনি মহম্মদ শাহবাজ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। আরতির অভিযোগ, বিয়ের পর শাহবাজ তাঁকে হিন্দু ধর্মের ছবি মোবাইল থেকে মুছে ফেলতে বাধ্য করেন ও গোমাংস খেতে বলেন। তিনি আরও দাবি করেন, শাহবাজ তাঁকে মারধরও করতেন এবং এখন আর সংসার রাখতে চান না।
আরতি জানান, তিনি নিজের বাড়ির লোকের সঙ্গে পাঁচ বছর ধরে যোগাযোগ হারিয়েছেন এবং এখন বাড়ি ফিরতে চান। তিনি বেগুসরাইয়ের পুলিশ সুপারের দ্বারস্থ হন এবং পরে মহিলা থানা থেকে তাঁকে একটি শেল্টার হোমে পাঠানো হয়। অন্যদিকে, শাহবাজ অভিযোগ অস্বীকার করে বলেন, “আরতি আগে থেকেই বিবাহিত এবং তাঁর তিনটি সন্তান রয়েছে। তিনি অপারেশনের কারণে আর মা হতে পারবেন না।” শাহবাজ আরও বলেন, “যিনি নিজে পড়তে জানেন না, তাঁকে কোরান পড়তে বা গোমাংস খেতে বলার প্রশ্নই ওঠে না।”
সদর ডিএসপি সুবোধ কুমার জানিয়েছেন, “আরতি কোনও এফআইআর করেননি, শুধু বাড়ি ফেরার আবেদন করেছেন। তাঁকে শেল্টার হোমে রাখা হয়েছে এবং ইন্দোর পাঠানোর প্রক্রিয়া চলছে।”
