আজকাল ওয়েবডেস্ক: বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা মহিলার ভয়াবহ দু্র্ঘটনায় মৃত্যু। মহিলা ভারতবর্ষের নাগরিক৷ গত সপ্তাহে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ জানা গিয়েছে, নিহত মহিলার নাম সমন্বিতা ধরেশ্বর৷ তিনি হাঁটতে বেরিয়েছিলেন। আচমকা একটি বিএমডব্লিউ গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত শুক্রবার রাত ৮ টা নাগাদ সমন্বিতা তাঁর স্বামী ও বছর তিনেকের ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন৷ হর্নসবাই এলাকার জর্জ স্ট্রিটে ফুটপাত ধরেই হাঁটছিলেন বছর ৩৩ এর সমন্বিতা ও তাঁর পরিবার৷ জানা গিয়েছে, সেই সময়ে রাস্তা দিয়ে ধীরগতিতে একটি গাড়ি এগোচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আচমকা পিছন দিক থেকে একটি বিএমডব্লিউ বেপরোয়া গতিতে এসে ওই গাড়িটিকে সজোরে ধাক্কা মারে৷ বিকট আওয়াজ হয়ে ওঠে৷ সামনের গাড়িটি তখন ছিটকে এসে ফুটপাত দিয়ে হাঁটতে থাকা অন্তঃসত্ত্বা মহিলাকে ধাক্কা মারে। ঘটনার জেরে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় ওয়েস্টমিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি৷ মা ও সন্তান, দুজনারই মৃত্যু হয়৷ 

জানা গিয়েছে, সমন্বিতা তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। অস্ট্রেলিয়ায় আলস্কো ইউনিফর্ম নামে এক সংস্থায় কর্মরত ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন পাপাজোগলু নামে ১৯ বছর বউইসী এক তরুণ৷ ঘটনায় দুই গাড়ির চালকই অক্ষত ছিলেন৷ এহেন ঘটনার পর অভিযুক্তরা ধরা পড়ার ভয়ে এলাকা ছেড়ে চম্পট দেন। পরবর্তীতে ওয়াহরুঙ্গা এলাকা থেকে অভিযুক্ত অ্যারনকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, অবহেলা ও ভ্রূণহত্যার মামলা দায়ের হয়েছে৷