আজকাল ওয়েবডেস্ক: ২০১৫ সালের শেষে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘোষণা করেন, ২০১৬ থেকে সে রাজ্যে সম্পূর্ন নিষিদ্ধ হবে মদ। তারপর থেকে সেই নিয়মই চলছে রাজ্যে। এবার ওই মদ বন্ধের নিয়মকেই তুলে দেবেন, ভোটের আগে তেমনটাই প্রতিশ্রুতি দিচ্ছেন একসময়ের ভোট কৌশলী, জন সূরজ প্রধান প্রশান্ত কিশোর। ওয়াকিবহাল মহলের মতে, এটাই তাঁর মাস্টারস্ট্রোক। 

 

 প্রশান্ত কিশোর নতুন দল গঠন করেছেন, জন সূরজ। এর আগেও তিনি জানিয়েছিলেন, তাঁর দল ক্ষমতায় এলে বিহারের মদ নিষিদ্ধ বিষয়টি তুলে দেবেন। এবার কিশোর জানিয়ে দিলেন, তাঁর দল ক্ষমতায় এলেই, আর কোনও সময় অপচয় নয়, একেবারে এক ঘণ্টার মধ্যেই এই নয়া নিয়ম চালু করবেন। 

 

 

জন সূরজ দল প্রতিষ্ঠা হয় ২ অক্টোবর। তার আগে শনিবার কিশোর বলেন, তাঁর দল ক্ষমতায় এলেই, তড়িঘড়ি নেবেন সিদ্ধান্ত। সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় কথা বলার সময় বলেন, বিহারের জন্য তাঁর দল প্রস্তুতি নিচ্ছে অনেক দিন ধরে। লক্ষ্য ক্ষমতায় আসা। ক্ষমতায় এলেই বিহারের জন্য বড় সিদ্ধান্ত।

 

 

তেজস্বী যাদব এবং নীতিশ কুমার, দুই পক্ষের বিবাদ এখন সর্বজনবিদিত। প্রশান্ত কিশোরের মতে, তাঁরা দুজনই বিহারের ক্ষতি করেছেন। তেজস্বী যাদবের পড়াশোনা নিয়েও কটাক্ষ করেছেন প্রশান্ত কিশোর। বলেন, তেজস্বী জানেন না জিডিপি এবং জিডিপি গ্রোথের পার্থক্য, আর বিহার কিভাবে উন্নত হবে সেই রাস্তা দেখাবেন তিনি?