আজকাল ওয়েবডেস্ক: প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা যদি পেয়ে যান তাহলে খুব একটা খারাপ হয় না। পোস্ট অফিসেই রয়েছে এমন একটি স্কিম যেখানে প্রতি মাসে একটি ভাল রিটার্ন পাওয়া যাবে। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিম সেই প্রকল্প যার মাধ্যমে আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। প্রতিটি ভারতীয়র কাছে এই স্কিম একটি নতুন আশার দিক যেখান থেকে সকলের জন্য নিশ্চিত রিটার্ন মিলতে পারে।

 

এখানে প্রতি মাসে আপনি পাবেন ২০ হাজার ৫০০ টাকা। এখানে সুদের হার রয়েছে ৮.২ শতাংশ করে। যেকোনও সরকারি স্কিমের তুলনায় এই সুদের হার সবথেকে বেশি। যদি আপনি এখানে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি ২ লক্ষ ৪৬ হাজার টাকা সুদ হিসাবে পেতে পারেন। এরপরই প্রতি মাসে আপনি ২০ হাজার ৫০০ টাকা করে পেতে পারেন।

 

এখানে প্রথমে সর্বোচ্চ বিনিয়োগ ১৫ লক্ষ টাকা ছিল। তবে সেই টাকার পরিমান বাড়িতে বর্তমানে ৩০ লক্ষ করা হয়েছে। এখানে টাকা ম্যাচিউর হবে ৫ বছরে। এরপর আপনি আরও ৩ বছর ধরে এটিকে টেনে নিয়ে যেতে পারেন। যাদের বয়স ৬০ বছর তারা এখানে টাকা বিনিয়োগ করতে পারেন। যারা ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছেন ৫৫ থেকে ৬০ বছরে তারাও এর সুবিধা পেতে পারেন।

 

ভারতের যেকোনও পোস্ট অফিসেই এই স্কিমটি রয়েছে। এখানে আয়কর অনুসারে সব ধরণের কর কাটা হবে। তবে এই ধরণের প্রকল্পে বিনিয়োগ করার আগে দেখে নিতে হবে সমস্ত ধরণের নিয়মগুলি। সেগুলি জেনে নিয়েই তবে এখানে বিনিয়োগ করবেন।