আজকাল ওয়েবডেস্ক: বেশি ভাল করার জন্য অনেক সময় দেখা যায় বেশিরভাগ মানুষ নিজেদের টাকা এমন জায়গায় বিনিয়োগ করেন যেখান থেকে তারা কোনও লাভ দেখতে পান না। যদি আপনার সঙ্গে তেমন কিছু হয়ে থাকে তাহলে আপনি পোস্ট অফিসের বিভিন্ন স্কিম নিয়ে খোঁজ নিতেই পারেন। নিরাপদ এবং ভাল রিটার্নের ক্ষেত্রে পোস্ট অফিস একটি নিশ্চিত জায়গা।

 

এখানে অনেক কম টাকা বিনিয়োগ করেও ভাল ফল পাওয়া যায়। পোস্ট অফিস আরডি স্কিম তেমনই একটি প্রকল্প। এখানে বিনিয়োগ করলেই পাওয়া যা নিশ্চিত রিটার্ন যা আপনাকে সন্তুষ্ট করবে। এই আরডি স্কিমে বিনিয়োগ করলে দেখতে পারবেন এখানে ব্যাঙ্কের তুলনায় ভাল সুদের হার রয়েছে। এটি হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট। এর সময়সীমা রয়েছে ১ থেকে ৫ বছর। আপনি এখানে সুদের হার পাবেন ৬.৭ শতাংশ করে।

 

এই সুদ ভারতের যেকোনও পোস্ট অফিস থেকেই পাওয়া যাবে। এই রেকারিং ডিপোজিটে যদি মাসে ৫ হাজার টাকা করে জমিয়ে থাকেন তাহলে ৫ বছরের মধ্যে আপনি দুর্দান্ত একটি রিটার্ন পেতে পারেন। ৫ বছরে আপনার মোট জমার পরিমান হবে ৩ লক্ষ টাকা। এরপর ৬.৭ শতাংশ হারে সুদ মিলিয়ে আপনার হাতে আসবে ৩ লক্ষ ৫৬ হাজার ৮৩০ টাকা। তাহলে আপনি সুদ হিসাবে পেলেন মোট ৫৬ হাজার ৮৩০ টাকা।

 

প্রতিটি ভারতীয় নাগরিক এখানে নিজের অ্যাকাউন্ট খুলতে পারেন। এমনকি নিজের ঘরের সন্তানের কথা মাথায় রেখেও এই অ্যাকাউন্ট খুলতে পারা যায়। সেখানে আপনি প্রতি মাসে ১০০ টাকা করেও দিতে পারেন। যতটা আপনি মনে করবেন তত টাকাই দিতে পারেন। এই স্কিমে টাকা বিনিয়োগ করতে হলে আপনার লাগবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল নম্বর এবং ব্যাঙ্কের পাসবুক। পোস্ট অফিসের রেকারিং স্কিমে টাকা বিনিয়োগ করলে খুব কম সময়ের মধ্যেই আপনি ভাল রিটার্ন পাবেন।