আজকাল ওয়েবডেস্কঃ গিবলি ঝড়ে কাঁপছে গোটা বিশ্ব। জাপানি অ্যানিমেশন নজর কেড়েছে সকলের। বর্তমানে সমাজমাধ্যমে রীতিমতো ট্রেন্ড হয়ে উঠেছে  নামক গিবলি এআই জেনারেটেড স্টাইল। এরই মাঝে  দেশের প্রধানমন্ত্রী-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। তাঁদের সেই অ্যানিমেটেড ছবিগুলি নেটদুনিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে। এই তালিকায় রয়েছেন অমিত শাহ, শশী তারু, দেবেন্দ্র ফডনবিশদের মতো নেতৃত্বদের নাম।

সম্প্রতি 'মাইগভ ইন্ডিয়া' নামে ভারত সরকারের ওয়েবসাইট থেকে নরেন্দ্রমোদীর গিবলি ফিল্টার ব্যবহৃত  ছবি পোস্ট করা হয়েছে। ওই পোস্টে তাঁর সঙ্গে ডোনাল্ডট্রাম্প এবং  ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁকেও দেখা গিয়েছে।

এছাড়াও দেশের বিরোধী দলের নেতা  শশী তারুর এই ট্রেন্ডের স্রোতে বয়ে গিয়েছেন। তাঁর এআই জেনারেটেড চারটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, তাঁর সমর্থকরা এই ছবি গুলি তৈরি  করেছেন।

মহারাষ্ট্রের সদ্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ সমাজমাধ্যমে এআই জেনারেটেড ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘টেকনলজি আমাদের  অবাক করতে থাকে।‘