আজজাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের 'কাঁওয়ার' তীর্থযাত্রীদের জন্য এবার নতুন পদক্ষেপ নিল পুলিশ৷ শাহজাহানপুর জেলা দিয়ে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ঘোষণা। স্থানীয় পুলিশ ভক্তদের পাশাপাশি হাঁটবে বলে জানা গিয়েছে৷ পথে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে৷ এমনকি আকাশপথে নজরদারির জন্য ড্রোন মোতায়েন করা হবে৷
কাঁওয়ার যাত্রা শিবের ভক্তদের একটি বার্ষিক তীর্থযাত্রা। কাঁওয়াররা সাধারণত শ্রাবণ মাসে গঙ্গার পবিত্র জল এনে শিবকে উৎসর্গ করেন। সূত্রে খবর, শাহজাহানপুরের তীর্থযাত্রীরা ফারুখাবাদের পঞ্চাল ঘাট থেকে জল এনে গোল গোকরনাথের শিব মন্দিরে 'জলাভিষেক' করতে ১৬০ কিলোমিটার যাত্রা করেন। এই পথের প্রায় ১০০ কিলোমিটার অংশ শাহজাহানপুরের মধ্য দিয়ে যায়। সেখানেই জেলা পুলিশ নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পালন করবে। ক্যামেরা স্থাপনের স্থানগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। ড্রোন ক্যামেরাগুলিও রিয়েল টাইমে পুরো রুট পর্যবেক্ষণ করবে। রুটের পাশে অবস্থিত প্রতিটি থানার বাইরে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।অতিরিক্ত নিরাপত্তার জন্য পুলিশ রেসপন্স ভেহিকেলস (পিআরভি) রুটে টহল দেবে।
কাঁওয়ার তীর্থযাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করা পুলিশের একটি নিয়মিত দায়িত্ব বলে জানিয়েছে। একটি ট্র্যাকিং গাড়িও অনুরোধ করা হয়েছে। শীঘ্রই সরবরাহ করা হবে খবর৷ এই রুটে যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
এই অংশটি দুর্ঘটনাপ্রবণ। তাই সমস্ত চালককে ইতিমধ্যেই কাঁওয়ার যাত্রার সময় গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখতে বলা হয়েছে। ট্র্যাফিক নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা উত্তরোত্তর বাড়বে বলেই সূত্রে খবর৷
