আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের লখিমপুরে দিন দু'য়েক আগেই জোড়া দেহ উদ্ধার হয়েছিল। সেই জোড়া খুনের ঘটনায় রবিবার গ্রেফতার রকরা হয়েছে এক পুলিশ কনস্টেবলকে। অভিযোগ, স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত যুবক এবং তাঁর বন্ধুকে পর-পর ছুরি দিয়ে আঘাত করে খুন করেন অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবল!

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুলিশ কনস্টেবল সন্দেহ করতেন যে তাঁর স্ত্রীর সঙ্গে মনোজ কুমার নামে এক যুবকের বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে। বিগত বেশ কয়েক মাস ধরেই স্ত্রীর প্রেমিককে খুন করার পরিকল্পনাও করেন অভিযুক্ত। ক্রমেই পরিকল্পনাও সেরে ফেলেন তিনি। দিন দুয়েক আগে ওই কনস্টেবল স্ত্রীকে দিয়ে মনোজকে নির্জন স্থানে ডেকে পাঠান। কথা শেষে যখন মনোজ ফিরে যাচ্ছিলেন তখনই কনস্টেবল তাঁর উপর ধারালো অস্ত্রের কোপ বসায়। মনোজের শরীরের বিভিন্ন অংশে কমপক্ষে ২০ বার কোপ বসান ওই পুলিশ কনস্টেবল। বাধা দিতে এলে মনোজের সঙ্গে থাকা বন্ধু রোহিত লোধির উপর আক্রমণ চালান তিনি। 

শুক্রবার রাতে লখিমপুরের নাগওয়া সেতুর কাছে মনোজ এবং রোহিতের দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সুপরিকল্পিত ভাবে মনোজকে খুন করার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত কনস্টেবল। ঘটনার সময় আহত হন তাঁর স্ত্রীও। এই ঘটনার পর অভিযুক্ত গা ঢাকা দিলেও মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁকে ধরে ফেলে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই খুনের নেপথ্যে রয়েছে কনস্টেবলের স্ত্রীর বুদ্ধিও। তাই তাঁকেও আটক করা হয়েছে।