আজকাল ওয়েবডেস্ক: দিল্লি নির্বাচনকে সামনে রেখে বুধবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাকুম্ভে গিয়ে সেখানে সাধুসন্তদের সঙ্গেও কথা বলবেন তিনি। তবে এই সময়ে মহাকুম্ভে যাওয়ার অন্য তাৎপর্যও রয়েছে প্রধানমন্ত্রীর। সম্প্রতি সঙ্গম সংলগ্ন মহাকুম্ভ মেলা এলাকায় অমৃত স্নান চলাকালীন ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। যা নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা দেশ। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন। ঘটনায় কুম্ভমেলার নিরাপত্তা এবং ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে যা নিয়ে কেন্দ্রের বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা।
এই পরিস্থিতিতে বুধবার প্রয়াগরাজে যাচ্ছেন মোদি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সকাল ১০:০৫ নাগাদ প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি ১০:১০ নাগাদ ডিপিএস হেলিপ্যাডে যাত্রা করবেন এবং ১০:৪৫ নাগাদ পৌঁছবেন অরিয়াল ঘাটে। সেখান তিনি ১০:৫০ নাগাদ একটি নৌকায় চড়ে সঙ্গম ঘাটে পৌঁছবেন তিনি। সকাল ১১:০০ থেকে ১১:৩০ পর্যন্ত ত্রিবেণী সঙ্গমে স্নান করার কথা রয়েছে তাঁর। ১১:৪৫ নাগাদ নৌকায় অরিয়াল ঘাটে ফিরে এসে ডিপিএস হেলিপ্যাডের দিকে যাত্রা করবেন মোদি। দুপুর ১২:৩০ নাগাদ প্রয়াগরাজ বিমানবন্দর থেকে ফিরে যাবেন প্রধানমন্ত্রী।
পবিত্র স্নান করার পাশাপাশি সাধুসন্তদের সঙ্গে কথাও বলবেন মোদি। পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে পর্যালোচনা করবেন তিনি। কথিত আছে, ৫ ফেব্রুয়ারি হিন্দুধর্মে সাধারণত মাঘ অষ্টমী ও ভীষ্ম অষ্টমী পালন করে থাকেন মানুষ। মাঘ অষ্টমী হল হিন্দু মাসের অষ্টম দিন, যেখানে প্রায়শই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান, দান ও ধ্যান করা হয়। অন্যদিকে, ভীষ্ম অষ্টমী মহাভারতের চরিত্র ভীষ্ম পিতামহের স্মৃতিতে পালিত হয়ে থাকে। জানা যায়, ভীষ্ম পিতামহ তীরের বিছানায় শায়িত থাকাকালীন উত্তরায়ণ এবং শুক্লপক্ষের প্রবেশের সময় মৃত্যু হয়। সে কারণে এই সময়ে ভীষ্ম অষ্টমী পালন করা হয়ে থাকে।
