আজকাল ওয়েবডেস্ক : বিজেপি কর্মীদের সঙ্গে দিল্লির হেডকোয়ার্টারে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর দলের কর্মীদের ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ সরকার ক্ষমতায় এসেছে। এটাও অনেক বড় প্রাপ্তি বলে এদিন জানান প্রধানমন্ত্রী।
এদিন মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা, বি এল সন্তোষ, অরুণ সিং সহ অনেকে। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এই বৈঠক। এদিন প্রধানমন্ত্রী বলেন, সকলেই দলের সম্পদ। এরপর লোকসভা ভোট চলাকালীন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সকলেই নিজের সেরাটা দিয়েছেন বলেও এদিন সকলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
যেভাবে দলের কর্মীরা তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে দলের নেতাদের জিতিয়েছেন তার জন্য তাঁদের পরিশ্রমের প্রশংসাও করা হয়। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আগামীদিনে দেশের বিভিন্ন বিধানসভা ভোটগুলিতে কীভাবে লড়তে হবে তার ভোকাল টনিকও দেন প্রধানমন্ত্রী।
এদিন মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা, বি এল সন্তোষ, অরুণ সিং সহ অনেকে। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এই বৈঠক। এদিন প্রধানমন্ত্রী বলেন, সকলেই দলের সম্পদ। এরপর লোকসভা ভোট চলাকালীন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সকলেই নিজের সেরাটা দিয়েছেন বলেও এদিন সকলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
যেভাবে দলের কর্মীরা তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে দলের নেতাদের জিতিয়েছেন তার জন্য তাঁদের পরিশ্রমের প্রশংসাও করা হয়। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আগামীদিনে দেশের বিভিন্ন বিধানসভা ভোটগুলিতে কীভাবে লড়তে হবে তার ভোকাল টনিকও দেন প্রধানমন্ত্রী।
