আজকাল ওয়েবডেস্ক: আগামী মাসেই রাশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম রাশিয়া সফর। যদি সবকিছু ঠিক থাকে তবে মোদির এটা হবে তৃতীয় রাশিয়া সফর। এর আগে ২০১৯ সালে রাশিয়া গিয়েছিলেন নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতির জন্যেই মোদির এই রাশিয়া সফর বলেও মনে করছে কূটনৈতিকমহল।