আজকাল ওয়েবডেস্ক : প্রবল চাপে ডিএমকে সাংসদ। বৈদেশিক মুদ্রা আইন ভাঙার অভিযোগে ডিএমকে সাংসদ জগৎরক্ষকনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইডির। সাংসদ ও তাঁর পরিবারকে ৯০৮ কোটি টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, বাজেয়াপ্ত করা হয়েছে সাংসদ ও তাঁর পরিবারের ৮৯ কোটি ১৯ লক্ষ টাকার সম্পত্তি। বুধবার দুপুরে এই তথ্য জানিয়েছে ইডি।

 

 ইডির ওই বিবৃতিতে জানানো হয়েছে, সাংসদ ও ব্যবসায়ী জগৎরক্ষকনের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন না-মানার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে চেন্নাইয়ে ইডির আধিকারিকরা তদন্ত শুরু করেছিলেন সাংসদের বিরুদ্ধে। ওই তদন্তের পর সাংসদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইডি।

 

বৈদেশিক মুদ্রা আইনের একাধিক ধারা ভাঙার অভিযোগ রয়েছে সাংসদের বিরুদ্ধে। বিশেষ করে ২০১৭ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি সংস্থায় ৪২ কোটি টাকা বিনিয়োগের অভিযোগ রয়েছে।

 

পাশাপাশি, শ্রীলঙ্কার একটি সংস্থাতেও প্রায় ৯ কোটি টাকা বিনিয়োগের অভিযোগ রয়েছে তাঁর পরিবারের বিরুদ্ধে। সেই অভিযোগগুলি খতিয়ে দেখার পর ইডি নিশ্চিত যে বৈদেশিক মুদ্রা আইন ভঙ্গ করেছেন ডিএমকে সাংসদ ও তাঁর পরিবার। সেই কারণেই তাঁদের ৯০৮ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইডির তরফে।