নিতাই দে, আগরতলা : ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়েছে আজ। আগামী ৮ আগস্ট পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ১২ আগস্ট গণনার দিন ধার্য হয়েছে।

ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী মহাকরণে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্যের এই নির্বাচন ঘোষণা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ্ দিন ১৮ জুলাই নির্ধারিত হয়েছে। মনোনয়ন পত্র স্ক্রুটিনি ১৯ জুলাই এবং মনোনয়ন পত্র প্রত্যাহার ২২ জুলাই স্থির হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ১৭ আগস্টের মধ্যে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরাতে সর্বমোট আসন রয়েছে গ্রাম পঞ্চায়েত ৬০৬ টি, পঞ্চায়েত সমিতি ৩৫ টি, জেলা পরিষদ ৮টি, পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরা রাজ্যে মোট ভোটারের সংখ্যা ১২৯৪১৫৩ জন্। 

মহিলা ভোটার ৬৩৫৬৯৭ জন্, পুরুষ ভোটার রয়েছে ৬৫৮৪৪৫ জন্। রাজ্যে মোট ভোট গ্রহণ সেন্টার হবে ২৬৫০ টি । ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে মোট ১৮কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়ন থাকবে। তাদের সঙ্গে থাকবে টিএসআর ও ত্রিপুরা পুলিশ। 

আইনশৃঙ্খলা যাতে কোন অবনতি না হয় তার জন্য নির্বাচনের দিন সিআরপিএফদের ভোট গ্রহন সেন্টারের বাইরে নিযুক্ত করা হবে।