আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক দ্বন্দের আবহ। সংঘর্ষ থামলেও, কোনও বিষয়েই একমত হচ্ছে না দুই দেশ। তার মাঝেই এবার আন্তর্জাতিক সীমান্ত ধরে ভারতে প্রবেশের চেষ্টা পাকিস্তানী যুবকের। সময় থাকতেই হাতে নাতে ধরে ফেরল সীমান্তরক্ষী বাহিনী। সোমবার বিএসএফ-এর পক্ষ থেকেই এই বার্তা জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে।

 

কী বলা হয়েছে তাতে? বলা হয়েছে- সোমবার বিএসএফ বিবৃতি দিয়ে জানিয়েছে, '১১ আগস্ট ২০২৫ সন্ধেয়, বিএসএফ কর্মীরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। দেখেন একজন পাক নাগরিক আন্তর্জাতিক সীমা অতিক্রম করে জম্মুর কাঠুয়া জেলায় সীমান্ত বেড়ার দিকে এগিয়ে আসছে অতি দ্রুত গতিতে। বিএসএফ-এর পক্ষ থেকে তাকে সতর্ক করা হলেও, কোনও কর্ণপাত করেনি সে।' পরিস্থিতি বুঝে ওই যুবকের পা লক্ষ্য করে গুলি করা হয়, পরে জখম অবস্থায় তাকে হেফাজতে নেয় বিএসএফ। 

আরও পড়ুন: রাস্তায় আর দেখা যাবে না কুকুর, সরিয়ে নিতে হবে ‘অন্যত্র’, সুপ্রিম কোর্টের নির্দেশকে ‘অবৈজ্ঞানিক’ আখ্যা পশু সংস্থার

চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিচয় আসলে কী, কেনই বা ভারতে জোর করে এবং অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালিয়েছিল, তা খতিয়ে দকেহা হবে বলে জানা গিয়েছে। 

 

এর আগে, সোমবারেই পাকিস্তানের সেনাপ্রধানের মন্তব্য নিয়ে তুমুল হইচই শুরু হয়। প্রথমবারের মতো আমেরিকার মাটি থেকে তৃতীয় কোনও  দেশের বিরুদ্ধে সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ও কার্যত দেশের সামরিক শাসক জেনারেল আসিম মুনির। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাম্পা শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, পাকিস্তান যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে ‘অস্তিত্ব সংকট’-এর মুখে পড়ে, তবে তারা “আধা দুনিয়া” ধ্বংস করে দেবে। প্রতিবেদনে দ্য প্রিন্ট জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ী ও ট্যাম্পার মাননীয় কনসাল আদনান আসাদ আয়োজিত এক নৈশভোজে মুনির বলেন,“আমরা একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যদি আমরা বুঝি আমরা শেষ হয়ে যাচ্ছি, তবে আমরা আমাদের সঙ্গে আধা পৃথিবীকে নিয়ে শেষ করব।” এটি ইতিহাসে প্রথম উদাহরণ, যখন মার্কিন মাটি থেকে সরাসরি তৃতীয় কোনও রাষ্ট্রকে পারমাণবিক হুমকি দেওয়া হল।

বক্তৃতায় মুনির ভারতের সিন্ধু  নদী অববাহিকায় যেকোনো ধরনের পরিকাঠামো নির্মাণ ধ্বংসেরও হুমকি দেন। তিনি দাবি করেন, ভারতের এই প্রকল্পগুলো পাকিস্তানের জন্য পানির প্রবাহে বাধা সৃষ্টি করলে তা ২৫ কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করবে। তার ভাষায় — “আমরা অপেক্ষা করব ভারত কোনও বাঁধ বানানোর জন্য, আর একবার বানালে ১০টা ক্ষেপণাস্ত্র দিয়ে ওটা উড়িয়ে দেব… সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও  ঘাটতি নেই, আলহামদুলিল্লাহ।” ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিলের প্রাণঘাতী জঙ্গি হামলার পর নয়াদিল্লি সিন্ধু জলবণ্টন  চুক্তি কার্যত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের অভিযোগ, এ সিদ্ধান্তে তাদের কৃষি ও খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারত-পাক সংঘর্ষের পর, দু' মাসের মধ্যে এটি ছিল মুনিরের দ্বিতীয়বার মার্কিন-মুলুক ভ্রমণ। ঠিক তার কয়েকঘণ্টা পরেই জানা গেল, পাকিস্তানী যুবকের অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার ঘটনা। 

 

এর আগে, সোমবার সকালে আরও একটি ঘটনা নজর কাড়ে। ভারত-নেপাল সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। রবিবার সন্ধেয় সোনাউলি এলাকায় নিয়মিত তল্লাশির সময় সশস্ত্র সীমা বল (এসএসবি) নেপাল থেকে ভারতে আগত ঝাং ইয়ং নামে ৬২ বছর বয়সী এক চীনা নাগরিককে গ্রেপ্তার করে বলে জানিয়েছিলেন সোনাউলি থানার স্টেশন অফিসার অজিত প্রতাপ সিং। তাঁর কাছে চীনা পাসপোর্ট থাকলেও, ভারতীয় ভিসার কোনও বৈধ কাগজপত্র ছিল না বলে জানা গিয়েছে।