আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটক মারা যাওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ করেছিল ভারত। ‘অপারেশন সিঁদুর’ তো ছিলই। এছাড়া সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। এরপর থেকেই জলকষ্টে ভুগছে পাকিস্তান। প্রসঙ্গত, ছয় দশকের পুরনো সিন্ধু জল চুক্তি এখনও স্থগিত রেখেছে ভারত।
নরেন্দ্র মোদির সরকারের সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য পাকিস্তান কর্তৃপক্ষ এপ্রিল থেকে বেশ কয়েকবার চিঠি লিখে ফেলেছে। জানা গেছে, পাকিস্তানের জলসম্পদ সচিব সৈয়দ আলি মুর্তজা ভারতের জলশক্তি মন্ত্রককে মোট চারটি চিঠি পাঠিয়েছেন।
একটি সূত্রের দাবি, তিনটি চিঠি ‘অপারেশন সিঁদুর’ এর পর লেখা হয়েছিল। ওই সূত্রে বলা হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে দাবি করে হচ্ছে যে, ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করতে পারে না এবং এই স্থগিতাদেশ চুক্তির বিধানের লঙ্ঘন।
এর আগে গত ২৪ এপ্রিল ভারতের জলসম্পদ সচিব দেবশ্রী মুখোপাধ্যায় পাকিস্তানের জলসম্পদ সচিবকে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিলেন সিন্ধু জল চুক্তি স্থগিত করার বিষয়টি। এরপর থেকে পাকিস্তানের তরফ থেকে সিন্ধু চুক্তির স্থগিতাদেশের বিরোধিতা করে একাধিক চিঠি লেখা হয়েছে দিল্লিকে।
পাকিস্তানের চিঠির বিষয়ে এখনও পর্যন্ত ভারতের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, ভারত নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে।
