আজকাল ওয়েবডেস্ক: শনিবার দুপুর থেকে কলম্বো বিমানবন্দরে হুলস্থূল কাণ্ড। চরম ব্যস্ততায় নিরাপত্তা রক্ষীরা। একটি বিমান চেন্নাই থেকে কলম্বোয় অবতরণ করতেই শুরু হয় তল্লাশি অভিযান। কেন? পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় জড়িত ছয় সন্দেহভাজন চেন্নাই থেকে শ্রীলঙ্কায় পৌঁছেছে বলে সন্দেহে করা হচ্ছে। এরপরই এ দিন দুপুরে কলম্বো বিমানবন্দরে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।
বিমানে চেন্নাই থেকে জঙ্গিরা কলম্বোয় যেতে পারে বলে আশঙ্কার কথা ভারতীয় গোয়েন্দারাই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা প্রশাসনকে জানিয়েছিলেন। এরপরই তৎপর হয় সে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। শ্রীলঙ্কান এয়ারলাইন্স-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইউএল ১২২ বিমানটি শনিবার দুপুর ১১টা ৫৯ মিনিটে চেন্নাই থেকে কলম্বোয় পৌঁছায়। সেটি অবতরণের পরই শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান।
A flight from #Chennai searched upon arrival #Srilanka
— Vajira Sumedha???? ???????? (@vajirasumeda)
On a tip that 6 was onboard who involved #Pehelgam attack .
Here @flysrilankan statement on the search. pic.twitter.com/QXDmwydFUGTweet by @vajirasumeda
'চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টার'-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়, ভারতের 'ওয়ান্টেড' তালিকায় থাকা সন্দেহভাজন ব্যক্তি ওই বিমানে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই বার্তা পাওয়ার পরেই স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তল্লাশি অভিযান চালায় শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী।
তবে তল্লাশিতে তেমন কোনও ব্যক্তির হদিশ মেলেনি। শ্রীলঙ্কান এয়ারলাইন্স তরফে পরে জানানো হয়, বিমানটিতে তল্লাশি চালানোর পর পরবর্তী গন্তহব্যের জন্য সেটিকে প্রস্তুত করা হয়। বিমানটি নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় জঙ্গি হামলা ২৬ জন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করে লস্কর-ই-তৈবা অনুমোদিত এক শাখা সংগঠন। ঘটনার পর ১০ দিনের বেশি অতিক্রান্ত। কিন্তু জঙ্গিদের খোঁজ মেলেনি। এরা যাতে এ দেশ ছাড়তে না পারেন সেই লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে প্রশাসন।
