আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও-এর বাইসারান উপত্যকায় ২২ এপ্রিলের ভয়াবহ জঙ্গি হামলার এক সপ্তাহ পরও অভিযুক্তরা দক্ষিণ কাশ্মীরে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র সূত্র। ওই হামলায় ২৬ জন প্রাণ হারান।
সূত্র অনুযায়ী, জঙ্গিরা নিজেদের সঙ্গে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গিয়েছিল, যাতে তারা দীর্ঘদিন জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। হামলার সময় তারা একটি উন্নত, সিমবিহীন, এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করেছিল, যা নিরাপত্তা বাহিনীর নজরদারি কঠিন করে তোলে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, জঙ্গিরা পরিকল্পিতভাবে বাইসারান মেহেদানে প্রবেশ ও বাহিরের রাস্তা বন্ধ করে দেয়। হামলাকারীরা সেনা পোশাকের ছদ্মবেশে ছিল—দুজন সেনা পোশাকে ও একজন ফেরান পরে ছিল। তারা পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালায়। আতঙ্কিত মানুষ পালানোর চেষ্টা করলে প্রবেশপথে লুকিয়ে থাকা জঙ্গিরা হামলা চালায়।
জানা গেছে, হামলার আগে ১৫ এপ্রিল তারা অন্তত তিনটি এলাকা পর্যবেক্ষণ করেছিল। একটি বিনোদন পার্কেও হামলার পরিকল্পনা ছিল, কিন্তু নিরাপত্তা বেশি থাকায় সেটি বাতিল করা হয়।
পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দক্ষিণ কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ।
