আজকাল ওয়েবডেস্ক: অন্য জাতের পাত্রকে বিয়ে! গ্রামবাসীদের পরামর্শ না শুনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন। এর জেরেই বড় শাস্তি মাথা পেতে নিতে হল এক পরিবারকে। পরিবারের ৪০ জন সদস্যের মাথা ন্যাড়া করে দেওয়া হল। শুধুমাত্র শুদ্ধ করার উদ্দেশ্যেই। এরপরেও পরিবারকে বয়কট করেছে ওই গ্রামের বাসিন্দারা! 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড়ে। বৈগানাগুড়া গ্রামের এক তরুণীর সঙ্গে ভিন জাতের এক যুবকের বিয়ে হয়। কনে তফসিলি উপজাতির এবং বর হলেন তফসিলি জাতির। ভিন জাতের পাত্র-পাত্রীর এই বিয়েতে সম্মতি ছিল না গ্রামের পুরনো সদস্যদের। কিন্তু গ্রামবাসীদের মতামত উপেক্ষা করেই ভিন জাতের যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তরুণী। 

এরপরই শুরু ভোগান্তি। এই বিয়েকে ঘিরে শোরগোল পড়ে দুই গ্রামে। গ্রামবাসীরা তীব্র ক্ষোভ উগরে দেন। আলোচনার পর ঠিক হয়, তরুণীর পরিবারকে শুদ্ধ হতে হবে। শুদ্ধিকরণের জন্য মাথা ন্যাড়া করতে হবে। নয়তো বয়কট করা হবে‌। 

তরুণীর পরিবারের ৪০ জন সদস্যকে পাশাপাশি বসিয়ে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এরপর একটি মন্দিরে পুজো দিয়ে পশু বলি দেন তাঁরা। আপত্তি থাকলেও, একঘরে হয়ে যাওয়ার ভয়ে কেউ আর প্রতিবাদ করেননি। 
যদিও এই ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। কাশীপুর ব্লকের বিডিও ঘটনাটি খতিয়ে দেখে পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন।