আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ ফটাফট আওয়াজ। মুহূর্তে চারিদিক ঢেকে গেল ধোয়ায়। দেখতে এসেছিলেন বাজি উৎসব, মুহূর্তেই সেটা পরিণত হল হাহাকারে। ঘোর কাটতেই দেখা গেল কেউ বসে আছেন, কেউ ছিটকে পড়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হলেন দেড়শ জনেরও বেশি। ঘটেছে সোমবার কেরালা নীলেশ্বরামের এর কাছে এক মন্দিরে।
মন্দিরে সন্ধ্যেবেলা বাজি উৎসব দেখার জন্য জড়ো হয়েছিলেন বিপুল পরিমাণ লোক। আচমকাই ঘটে দুর্ঘটনা। গুরুতর আহত হয়েছেন আট জন। অঞ্জুত্তম্বলম ভিরার কাভু মন্দির থেকে খবর যায় পুলিশে। ঘটনার খবর পেয়ে কালেক্টর ও জেলা পুলিশ প্রধানসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ এসে গোটা এলাকা ঘিরে ফেলেছে।
পুলিশ জানিয়েছে, আহতদের কাসারগোড, কান্নুর এবং ম্যাঙ্গালুরুর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকলে বাজি উৎসব দেখছিলেন। কাসারগোডের পুলিশ সুপার প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, অনুষ্ঠান দেখতে আসা লোকেরা একে অপরের খুব কাছাকাছি দাঁড়িয়েছিলেন। পাশেই প্রচুর পরিমাণে আতশবাজি সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেখানে আগুন লেগেই বাঁধে বিপত্তি।
কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে মন্দির কর্তৃপক্ষকেও। জানা গিয়েছে, মন্দির কর্তৃপক্ষ উৎসবের জন্য কোনও নির্দেশিকা অনুসরণ করেনি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
গতকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে দীপাবলি সপ্তাহ। কোথাও কালীপুজো আবার কোথাও প্রদীপ জ্বেলে, বাজি পুড়িয়ে উৎসব উদযাপন করে থাকেন হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ প্রভৃতি সম্প্রদায়ের মানুষ। উৎসবে মেতে ওঠেন দেশবাসী। সপ্তাহের শুরুতেই এই ঘটনায় থমথমে পরিবেশ এলাকায়।
