আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি ঘোষনার পর, রবিবার বৈঠকে বসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবারের পর, ফের সোমবার উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন পিএম মোদি। একাধিক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বৈঠকে উপস্থিত দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে রয়েছেন তিন বাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহ্বান।
এর আগে শুক্রবার, তিন বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে বৈঠকে বসেছিলেন মোদি। শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পর, রবিবার একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান।
অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক বৈঠক থেকে পাকিস্তানকে ফের কড়া বার্তা দিয়েছে ভারত। বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানরা।সাংবাদিক বৈঠকে জানানো হয়, ‘অপারেশন সিঁদুর’ পরিকল্পনার মূল সামরিক লক্ষ্যই ছিল সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত অপরাধী এবং পরিকল্পনাকারীদের শাস্তি দেওয়া এবং জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করা।
