আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক দ্বন্দ্বের আবহে ভাঙচুর চলল পুরনো বেকারিতে। দাবি, এ দেশে এই নাম চলবে না। বদলাতে হবে নাম। 

ঘটনাস্থল হায়দরাবাদ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, হায়দরাবাদের করাচি বেকারিতে হামলা চালিয়েছে কয়েকজন প্রতিবাদী। দাবি, ভারতে থেকে বেকারির নাম রাখা চলবে না 'করাচি বেকারি'। বদলে ফেলতে হবে পুরনো নাম। ওই সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার ১০-১২ জন প্রতিবাদী পাক-বিরোধী স্লোগান দিয়ে ৭৩ বছরের পুরনো ওই বেকারিতে হামলা চালায়।

 

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও আজকাল ডট ইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে ওই ভিডিওতে দেখা গিয়েছে, একদল যুবক সামসাবাদের ওই বেকারির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছে। লাঠি দিয়ে বেকারির নামের বোর্ডে বারবার আঘাত করা হচ্ছে। বিক্ষোভকারীদের কয়েকজনের হাতে দেশের জাতীয় পতাকাও লক্ষ্য করা গিয়েছে।

?ref_src=twsrc%5Etfw">May 11, 2025

 

যদিও এই তীব্র প্রতিবাদের সামনে দাঁড়িয়ে ওই সংস্থার মালিক জানিয়েছেন, তাঁর সংস্থা একশ শতাংশ ভারতীয়। দেশভাগের পর তাঁর ভারতে চলে আসেন। ১৯৫৩ সালে খানচাঁদ রামনানি এই বেকারি তৈরি করেন। বেকারির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করা হয়েছে, যাতে ওই বেকারির নাম পরিবর্তন করা না হয়।

উল্লেখ্য, পহেলগাঁও হামলার পরে, প্রত্যাঘাত চালায় ভারত। অপারেশন সিঁদুর-এ গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের ন’ টি জঙ্গি ঘাঁটি। তারপর থেকেই সংঘর্ষ তীব্র হয় দু’ দেশের। পাকিস্তান পাল্টা আক্রমণ চালায়, প্রতিহত করে ভারত। টানা কয়েকদিনের সংঘর্ষের আবহের পর, দু’ দেশ অস্ত্রবিরতিতে সম্মত হয়। বৃহস্পতিবার দু’ দেশের ডিজিএমও বৈঠকে বসছেন। যদিও তার আগে ভারতের নেসার তরফে সাফ জানানো হয়েছে, লক্ষ্য ছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, পাক-সেনা নয়। তবে পাক সেনা জঙ্গিদের পাশে দাঁড়িয়ে, সংঘর্ষ চালিয়েছে ভারতের সঙ্গে।