আজকাল ওয়েবডেস্ক: স্বাধীনতা দিবসের দিনেই মহিলাদের জন্য বড় ঘোষণা করল ওড়িশা সরকার। সরকারি এবং বেসরকারি মহিলা কর্মীদের ঋতুস্রাবের সময় ছুটি পাবেন তাঁরা। ঋতুস্রাবের প্রথম অথবা দ্বিতীয় দিনের মধ্যে যে কোনও একদিন এই ছুটি নিতে পারবেন তাঁরা।



মহিলা কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওড়িশা সরকারের তরফে। স্বাধীনতা দিবস পালনের সময় ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা এই ঘোষণা করেন। অবিলম্বে এই নীতি কার্যকর করা হবে বলেই জানিয়েছে সরকার। মহিলাদের ঋতুস্রাবের সময় ছুটি দেওয়া নিয়ে ইতিমধ্যেই একটি বিল পাস করানোর চেষ্টা চলছে।




কিন্তু তা এখনও পাস হয়নি। ২০২২ সালে মেন্সট্রুয়াল হেলথ প্রোডাক্ট বিল কার্যকর করার প্রস্তাব দেওয়া হলেও তা এখনও পাস হয়নি। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে মহিলা কর্মচারীদের ঋতুস্রাব চলাকালীন ছুটির বিষয়ে মডেল নীতি তৈরি করার নির্দেশ দেয়।




ভারতের বিহার এবং কেরালায় ইতিমধ্যেই এই ছুটির নীতি চালু হয়ে গিয়েছে। ১৯৯২ সাল থেকে বিহারে এই নীতি রয়েছে। ২০২২ সালে ১৮ বছরের বেশি বয়সী মেয়েদের মাতৃত্বকালীন ছুটি এবং ঋতুস্রাব চলাকালীন ছুটির নীতি চালু করে।