আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর চেন্নাইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ (আইআইটি মাদ্রাজ) ক্যাম্পাসে এক ছাত্রীর যৌন হয়রানির অভিযোগে চাঞ্চল্য। এই ঘটনায় ২২ বছর বয়সী এক খাবারের দোকানের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটে গত ২৫ জুন সন্ধ্যা সাড়ে-সাতটা নাগাদ। আইআইটি মাদ্রাজে অন্য একটি প্রতিষ্ঠানের এক ছাত্রী এসেছিলেন। ওই মহিলাকে একা পেয়েই ক্যাম্পাসের ভেতর ওই ব্যক্তি নক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।
আইআইটি মাদ্রাজের তরপে প্রকাশিত মিডিয়া বিবৃতি অনুসারে, অভিযুক্তের নাম রোশন কুমার। সে মুম্বইয়ের বাসিন্দা। আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসের মধ্যে অবস্থিত ফুড কোর্টের ভেতরে "মুম্বাই চ্যাট" নামে একটি খাবারের দোকানে কাজ করতেন।
বিবৃতিতে বলা হয়েছে, “২০২৫ সালের ২৫শে জুন আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। আইআইটিএম ক্যাম্পাসে কর্মরত একজন বিক্রেতার চুক্তিভিত্তিক কর্মচারী অন্য একটি ইনস্টিটিউট থেকে আসা এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। মেয়েটি সোচ্চার হয়েচেন এবং ইনস্টিটিউট রক্ষীরা অপরাধীকে ধরে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়।”
সূত্র মারফৎ জানা গিয়েছে যে, মহিলা একা হাঁটছিলেন, ঠিক তখনই অভিযুক্তরোশন কুমার লাঠি হাতে তাঁর দিকে এগিয়ে যায়। এরপরই ছাত্রীটির চুল টেনে ধরে যৌন হয়রানি করে। কোনক্রমে ছাত্রীটি পালিয়ে যেতে পেরেছিলেন। তাখনই তিন সরব হন, আওয়াজ তোলে, এর পর ক্যাম্পাস রক্ষীরা রোশন কুমারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের দাবি, “আইআইটি(এম)-এর যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে এবং আমরা সকলকে একটি নিরাপদ ক্যাম্পাস প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
কোট্টুরপুরম অল উইমেন থানা একটি অভিযোগ দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।
