আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্যে বন্দুক নিয়ে খুনের হুমকি দিচ্ছেন এক তরুণী। সামান্য বচসা থেকেই প্রাণে মারার হুমকি দেন তিনি। তাও আবার জনসমক্ষে। এক পেট্রোল পাম্পের কর্মীর বুকে বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি দিয়েই তিনি পালিয়ে যান‌। ঘটনাটি ঘিরে ব্যাপক শোরগোল যোগীরাজ্যে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদৌয়ে। পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে গিয়েছিল এক পরিবার। নিরাপত্তার কারণেই ওই পেট্রোল পাম্পের এক কর্মী গাড়ির সকল যাত্রীকে গাড়ি থেকে নেমে দাঁড়াতে বলেন। এহসান খান নামের এক ব্যক্তি গাড়ি থেকে নেমে দাঁড়ালেও রাজনীশ কুমার নামের ওই কর্মীকে হেনস্থা করেন। 

পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এই পরিস্থিতিতে ঝামেলা শুরু হয় এহসান ও রজনীশের মধ্যে। চিৎকার করতে করতে রজনীশের দিকে তেড়ে আসেন এহসান। এরপরই কনুই দিয়ে এহসানকে ধাক্কা মারেন রজনীশ। চোখের সামনে এই দৃশ্য দেখেই রেগে যান এহসানের মেয়ে আরিবা। রজনীশকে ধাক্কা দিয়ে ফেলেই, ছুটে গাড়ি থেকে বন্দুক নিয়ে আসেন। 

পেট্রোল পাম্পে উপস্থিত বাকিরা যখন ঝামেলা মেটানোর চেষ্টা করেন, তখনই বন্দুক নিয়ে তেড়ে আসেন আরিবা। ভিড় ঠেলে রজনীশের বুকে বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি দেন। হুমকি দিয়ে বলেন, 'এত গুলি করব, পরিবারের কেউ চিনতেও পারবেন না'! ঘটনাটি ঘিরে হইচই শুরু হতেই গাড়িতে করে ওই পরিবার চলে যায়। এরপর থানায় অভিযোগ জানার রজনীশ। ওই পরিবারের তিন সদস্যকেই গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে বন্দুকটিও।