আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর যেকোনও প্রান্তেই সাপের দেখে মেলে। গরমকালে সাপের দেখা বেশি মেলে। তবে বাড়িতে যদি থাকে এই গাছটি তাহলে তোর রক্ষে নেই।
অনেক রকমের গাছ রয়েছে। সেগুলির নানা ধরণের গুন থাকে। তবে কয়েকটি গাছে থাকে বিশেষ ধরণের বৈশিষ্ট্য। এর কারণে বিভিন্ন প্রাণীরা তার প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। গরমের দিনে বেশি সাপ দেখতে পাওয়া যায়। মাঠ থেকে শুরু করে বাড়ি, পুকুর সর্বত্রই সাপেদের আনাগোনা শুরু হয়ে যায়।
সাপ দেখে ভয় পান না এমন মানুষ কমই রয়েছে। বাড়িতে রাখা অনেক গাছ আমাদের কাছে অজানা থাকে। তবে যদি সেগুলি বাড়িতে থাকে তাহলে তার টানে ঘরে সাপের প্রবেশ ঘটবে। এমন একটি গাছের নাম হল অলিভ অয়েল। যদি নিজের বাড়িতে বা বাগানে এই গাছ থাকে তাহলে তো কথাই নেই। ধীর পায়ে আপনার বাড়িতে হানা দেবে সাপ।
তবে কেন অলিভ গাছকে এতটা পছন্দ করে সাপ। গবেষণা থেকে দেখা গিয়েছে অলিভ গাছের রং সাপের কাছে প্রিয়। পাশাপাশি এই গাছ থেকে এক ধরণের সুগন্ধ বের হয় যা সাপেদের পাগল করে দেয়। শীতল রক্তের এই প্রাণীরা অলিভ গাছকে জড়িয়ে থাকতে পছন্দ করে।
সাপেদের কাছে এই গাছ যেন একটি আরামের জায়গা। সারাদিন পরিশ্রম করে যেমন মানুষ নিজের বাড়িতে এসে থাকতে পছন্দ করে। ঠিক তেমনভাবে সাপেরা অলিভ গাছের কাছে থাকতে পছন্দ করে থাকে। তাদের কাছে এই গাছ স্বর্গের সমান।
এখানেই শেষ নয়। সাপের খাবার হল ইঁদুর, ব্যাঙ, গিরগিটি, ছোটো পাখি। তবে এটা জেনে রাখা ভাল অলিভ গাছের ফল খেতেও সাপ বিশেষভাবে পছন্দ করে। সেটা তাদের কাছে তৈরি করা খাবারের সমান হয়ে থাকে।
তাই নিজের বাড়ি থেকে অলিভ গাছকে দূরে সরিয়ে রাখার মানে হল সাপকে সরিয়ে রাখা। নাহলে কখন অজান্তে এই প্রাণীটি আপনার ঘরে ঢুকে বসে থাকবে আপনি সেটা জানতেই পারবেন না।
