আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ভারত সফরের দ্বিতীয় দিনে ভারতকে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদির পাশে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন, ভারতে রাশিয়ার তেল সরবরাহ অব্যাহত থাকবে। পুতিনের এই আশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড় বার্তা বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের মধ্যেই ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও নয়াদিল্লি এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি।
রাশিয়া থেকে তেল কেনার জন্যই ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। যাকে কেন্দ্র করে টানাপড়েন তুঙ্গে। ট্রাম্প দাবি করেছিলেন, মোদি সরকার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছে তাঁকে। এমনকী, দিল্লি নাকি ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ কমিয়েও দিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে, মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়ে মুখ খোলেনি সাউথ ব্লক।
হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে শুক্রবার ভ্লাদিমির পুতিন বলেছেন, "তেল, কয়লা, গ্যাস-সহ জ্বালানির জন্য যা যা প্রয়োজন, রাশিয়া তার সব কিছুই ভারতকে সরবরাহ করে আসছে। জ্বালানির এই নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে আমরা প্রস্তুত।"
সন্ত্রাসবিরোধী অভিযান নিয়েও মোদির সঙ্গে দীর্ঘ আলোচনা হয় পুতিনের। ভারত এবং রাশিয়া একযোগে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে। শুক্রবার যৌথ সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। যেভাবে ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে তাকে বরাবরই সমর্থন করেছে মস্কো। তাই সেখান থেকে পিছিয়ে আসার কোনও প্রশ্ন নেই। কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার তীব্র নিন্দা এ দিন শোনা যায় পুতিনের গলায়। তিনি বলেন, "যেভাবে জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদ ভারতের নীরিহ নাগরিকদের ওপর হামলা করেছে তারপর ভারত যে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে সেটা একেবারে সঠিক।"
পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে ভারত যে অপারেশন সিন্দুর সফলভাবে করেছে তারও প্রশংসা এদিন শোনা যায় পুতিনের মুখে।
