আজকাল ওয়েবডেস্ক: ভারতে পড়তে এসে দেশের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন এক এনআরআই পড়ুয়া। যা নেটমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।
 
 ভারতে জন্ম কিন্তু মার্কিন মুলুকে  বেড়ে ওঠা ওই যুবকের। স্নাতকে ভর্তি হতে  ভারতে ফিরেছিলেন তিনি। ভারতের মাটিতে পা রাখতেই  তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন তিনি। যা তাঁকে দেশের দুরবস্থার সম্পর্কে ভাবিয়ে তুলেছে।  নেটমাধ্যম রেডিটে সেই অভিজ্ঞতা তুলে ধরে ক্ষোভ উগড়ে দেন ওই যুবক।
পোস্টে তিনি দু’দেশের পার্থক্য করে লিখেছেন, আমেরিকায় থাকাকালীন তাঁর এমন অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যাঁদের নিজস্ব কোনও আশ্রয় ছিল না তবুও তাঁরা আচরণ করতেন। দেশে ফিরে তিনি দেখেছেন, সকলেই নিজের জীবনে ইঁদুর দৌড় দৌড়াচ্ছেন। এমনকি শিশুরাও দিনরাত পড়াশোনা করছে কিন্তু কেন করছে? তা তারা নিজেরাও জানেনা।
যুবক তাঁর পোস্টে দেশের অতিরিক্ত জনসংখ্যা ও অর্থ ব্যবস্থাকে দায়ী করে বলেন, দেশে জনসংখ্যা অনেক হলেও চাকরির বাজার খারাপ। তিনি ক্রমাগত দেশের জিডিপি বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, দেশে উৎপাদন বাড়ছে ফলে জিডিপিও বৃদ্ধি পাচ্ছে তাও তিনি নানা ধরণের সমস্যার মুখে পড়েছেন।
 
 
 আমেরিকাকে এগিয়ে রেখে দেশের বিষয়ে তাঁর এই মন্তব্য ভালো নজরে নেননি নেটিজেনরা। কার্যত তাঁর এই পোস্ট নেটমাধমে খুব একটা সাড়া ফেলতে পারেনি।
