আজকাল ওয়েবডেস্ক: প্রতিনিয়ত বিমানযাত্রা যাঁরা করেন তাঁরা সকলেই জানেন বিমানে কোন কোন জিনিস সঙ্গে রাখা যায়। এবং কী কী জিনিস রাখা যায় না। কিন্তু যাঁরা প্রথমবার বিমানে চড়বেন তাঁদের মাথায় রাখতে হবে কয়েকটি জিনিস। না হলে জরিমানার মুখে পড়তে হতে পারে।
বিমানে ভ্রমণে নিম্নলিখিত জিনিসগুলি সঙ্গে রাখা নিষিদ্ধ-
• বিমানে ভ্রমণের সময় মরিচ স্প্রে এবং লাঠির মতো আত্মরক্ষার জিনিসপত্র বহন করা নিষিদ্ধ। এমন সরঞ্জাম যা অন্যদের ক্ষতি করতে পারে যেমন, রেজার, ব্লেড, কাঁচি, নেইল ফাইলার এবং নেইল কাটারের মতো জিনিসপত্র সঙ্গে রাখা যাবে না।
• বিমানে শুকনো নারকেল বহন করা নিষিদ্ধ। শুকনো নারকেল একটি দাহ্য পদার্থ, তাই নিষিদ্ধ। এছাড়াও, কাঁচা আস্ত নারকেল বহন করাও নিষিদ্ধ।
• মাদকদ্রব্য বহন করা নিষিদ্ধ। কিছু বিশেষ ক্ষেত্রে ই-সিগারেটে ছাড়া দেওয়া হয়। বিড়ি, সিগারেট এবং তামাকজাত দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা রয়েছে।
• কোনও রকম দাহ্যবস্তু সঙ্গে রাখা চলবে না। এর পাশাপাশি, খেলার সরঞ্জাম যেমন, বেসবল ব্যাট, হকি স্টিক, গল্ফ ক্লাব, তীর-ধনুক ইত্যাদি বস্তু বিমানে বহন করা নিষিদ্ধ।
এছাড়াও যাঁরা প্রথমবার আকাশপথে ভ্রমণ করতে চলেছেন তাঁদের কয়েকটি জিনিস মেনে চলতে হবে-
• দেশের মধ্যে ভ্রমণ করার জন্য বিমান ছাড়ার দু'ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হয়। আন্তর্জাতিক ভ্রমণের জন্য সেটি চার ঘণ্টা।
• বিমানবন্দরে প্রবেশের সময় নিরাপত্তরক্ষীদের সচিত্র পরিচয়পত্র এবং বিমানের টিকিট দেখানো বাধ্যতমূলক।
• বোর্ডিং পাস পেতে নির্দিষ্ট কিয়স্কে গিয়ে সমস্ত নথি দেখাতে হবে। বোর্ডিং পাস হাতে পাওয়ার পর লাগেজ চেক করাতে হবে। এর পর সিকিউরিটি চেকিং হবে।
• সব কিছু হওয়ার পর নির্দিষ্ট গেটের কাছে গিয়ে অপেক্ষা করতে হবে। এর পর বাস এসে বিমানের সামনে নিয়ে যাবে। যতক্ষণ না বিমানটি অবতরণ করছে ততক্ষণ আপনাকে বিমানের ভিতরেই বসে থাকতে হবে। বাইরে ঘোরাঘুরি করার কোনও সুযোগ নেই।
