আজকাল ওয়েবডেস্ক: রথযাত্রার আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে ওড়িশা সরকার। সেখানে বলা হয়েছে,  সেবায়েত ছাড়া অন্য কেউ জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথে উঠলে তৎক্ষনাৎ তাঁকে গ্রেপ্তার করা হবে। এছাড়াও এবার রথে মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই কঠোর নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। 

সাংবাদিকদের মন্ত্রী হরিচন্দন বলেন, "কোনও অ-সেবককে রথে চড়তে দেওয়া হবে না। রথে সেবায়েত ছাড়া কোনও ব্যক্তিকে পাওয়া গেলে, তাঁকে বা তাঁদের বিরুদ্ধে তখনই গ্রেপ্তার-সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও, সেবায়েতদের রথে মোবাইল ফোন ব্যবহার দেওয়া হবে না।" 
রথের দিন সুষ্ঠভাবে সব আয়োজনের জন্য সরকার রথযাত্রার দিন (২৭ জুন, ২০২৫) মনোনীত সেবায়েতদের একটি তালিকা তৈরি অনুরোধ করেছে। মন্ত্রী বলেন, "চূড়ান্ত তালিকা কঠোরভাবে প্রয়োগ করা হবে।" 

এদিকে, রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য ডিজিপি যোগেশ বাহাদুর খুরানিয়া পুরীতে একটি সভা করেছেন।

সিদ্ধান্ত হয়েছে, ভুবনেশ্বরের কাছে উত্তরা স্কোয়ার থেকে পুরীর সংযোগকারী রাস্তাটি সিসিটিভি নজরদারির আওতায় থাকবে। পুরী-কোনারক সড়কের পাশেও সিসিটিভি ক্যামেরা বসানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিজিপি।

ভিড় এবং যানজট পর্যবেক্ষণের জন্য এই প্রথম রথের সময়ে পুরী টাউন থানায় একটি সমন্বিত কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। ডিজিপি বলেন, "রিয়েল-টাইম পর্যবেক্ষণের জন্য পুরীর গুরুত্বপূর্ণ স্থানে এআই-সক্ষম সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।"  এছাড়াও, তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের নির্দেশনা দেওয়ার জন্য নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্র্যাফিক পরামর্শ জারি করা হবে।

পাশাপাশি, একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। যার মাধ্যমে মানুষ উৎসবের সময় পুরীতে যাওয়ার এবং তাদের যানবাহন পার্ক করার সুবিধার্থে কোন রুট দিয়ে যাবে সে সম্পর্কে তথ্য পাবে।

উৎসবের জন্য পুরীতে পুলিশের পাশাপাশি, দ্রুত পদক্ষেপ বাহিনী, কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী (সিআইএসএফ) এবং এই কাজে বিশেষভাবে দক্ষ সংস্থার কর্মী মোতায়েন করা হবে। ডিজিপি বলেন, "আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য অনুরোধ করেছি।" রথ চলাকালীন সময়ে পুরীতে ড্রোন এবং একটি অ্যান্টি-ড্রোন সিস্টেমও মোতায়েন থাকবে।

রবিবার মুখ্য সচিব মনোজ আহুজা পুরী পরিদর্শন করেন এবং রথ নির্মাণের কাজ পর্যালোচনা করেন। তিনি সাংবাদিকদের বলেন, "রথ নির্মাণের কাজ সময়সূচী অনুসারে এগিয়ে চলেছে, আমি নিশ্চিত তা সময়মতো সম্পন্ন হবে।"